জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
(০১)
মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ-
یَسۡتَفۡتُوۡنَکَ ؕ قُلِ اللّٰہُ یُفۡتِیۡکُمۡ فِی الۡکَلٰلَۃِ ؕ اِنِ امۡرُؤٌا ہَلَکَ لَیۡسَ لَہٗ وَلَدٌ وَّ لَہٗۤ اُخۡتٌ فَلَہَا نِصۡفُ مَا تَرَکَ ۚ وَ ہُوَ یَرِثُہَاۤ اِنۡ لَّمۡ یَکُنۡ لَّہَا وَلَدٌ ؕ فَاِنۡ کَانَتَا اثۡنَتَیۡنِ فَلَہُمَا الثُّلُثٰنِ مِمَّا تَرَکَ ؕ وَ اِنۡ کَانُوۡۤا اِخۡوَۃً رِّجَالًا وَّ نِسَآءً فَلِلذَّکَرِ مِثۡلُ حَظِّ الۡاُنۡثَیَیۡنِ ؕ یُبَیِّنُ اللّٰہُ لَکُمۡ اَنۡ تَضِلُّوۡا ؕ وَ اللّٰہُ بِکُلِّ شَیۡءٍ عَلِیۡمٌ ﴿۱۷۶﴾
লোকেরা আপনার কাছে ব্যবস্থা জানতে চায়। বলুন, পিতা-মাতাহীন নিঃসন্তান ব্যক্তি সম্বন্ধে তোমাদেরকে আল্লাহ ব্যবস্থা জানাচ্ছেন, কোন পুরুষ মারা গেলে সে যদি সন্তানহীন হয় এবং তার এক বোন থাকে তবে তার জন্য পরিত্যক্ত সম্পত্তির অর্ধেক। আর সে (মহিলা) যদি সন্তানহীনা হয় তবে তার ভাই তার উত্তরাধিকারী হবে। অতঃপর যদি দুই বোন থাকে তবে তাদের জন্য তার পরিত্যক্ত সম্পত্তির তিন ভাগের দু'ভাগ। আর যদি ভাইবোন উভয়ে থাকে তবে এক পুরুষের অংশ দুই নারীর অংশের সমান। তোমরা পথভ্রষ্ট হবে এ আশংকায় আল্লাহ্ তোমাদেরকে পরিষ্কারভাবে জানাচ্ছেন এবং আল্লাহ্ সবকিছু সম্পর্কে সবিশেষ অবগত।
(সুরা নিসা ১৭৬)
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে উক্ত অবিবাহিত মৃত মহিলার সম্পদ ৩ ভাগ হবে।
দুই ভাগ তার ভাই পাবে,আর এক ভাগ তার বোন পাবে।
তার ভাই ও বোন রাজী থাকলে তার চাওয়া অনুপাতে তার সম্পদ দান করতে পারবে।
এতে সে ছওয়াব পাবে।
সে যদি তা সম্পদ দান করার অছিয়ত করে থাকে,সেক্ষেত্রে তার সম্পদের তিন ভাগের এক ভাগ দান করা ভাই বোনের উপর আবশ্যক।
তিন ভাগের এক ভাগ দান করতেই হবে।
বাকি অংশ দান করা বা না করা তাদের ইচ্ছাধীন।
(০২)
না,এই অছিয়ত করতে পারবেনা।
যদি দিতেই চায়,তাহলে জীবদ্দশায় দিতে পারে।
তবে এক্ষেত্রে সমান ভাবে ভাগ করা মুস্তাহাব।
(০৩)
জোহরের ফরজের আগের চার রাকাত সুন্নাত নামাজ মিস হয়ে গেলে জোহরের ফরজের পর ২ রাকাত সুন্নাত আদায় করে আগের সেই চার রাকাত সুন্নাত আদায় করা যাবে।