আসসালমুআলাইকুম সম্মানিত শায়েখ। আমি একটু চিন্তিত রয়েছি , দয়া করে আমার প্রশ্নের জবাব দিলে খুব উপকৃত হব।
বিষয় হলো , আমার স্ত্রী আমাকে তার শরীর এর একটা জায়গা দেখতে বলছে , সেখানে কিছু হয়েছে কিনা বলে। আমি সেই জায়গাটা দেখলাম কিছু হয়নি। দিয়ে স্ত্রী কে বললাম কিছু হয়নি কোনো সমস্যা নেই, তার পরও স্ত্রী বার বার একই কথা বলে যাচ্ছে , দেখো , দেখো এই রকম ভাবে বার বার বলছে, আমি রেগে বললাম দেখতে পারবনা। তখন আমার স্ত্রী রেগে গিয়ে বলছে তুমি ও তো আমাকে তোমার শরীর এর অমুক জায়গা দেখতে বলো , তখন তো আমি দেখে দি। এই কথা শুনে আমার খুবই রাগ হয়ে জাই, এবং আমি বলি তুমি তুলনা করছ কেনো।
১.এইরকম কথা চলছিল দিয়ে আমি বলি আমি তোমাকে আমার শরীর এর ওই জায়গাটা দেখতে বলেই ভুল করেছি এই কথা টা আমি বলি । এবং যখন এই কথা টা বলি তখন মনে মনে তালাকের নিয়ত ছিল। হুজুর এই টা কি কেনিয়া বাক্য , এই কথা বলার জন্য কি তালাক হবে??
২. আমি শশুর বাড়ি তে ছিলাম। এই ঘটনা ঘটার পর আমার স্ত্রী আমাকে বলছে , তুমি বাড়ি যাও , বার বার বলছে তুমি বাড়ি যাও। আমি রেগে গিয়ে বলি । বাড়ি যাচ্ছি আর ডাকবে না তো? তুমি কি সত্যি সত্যি বাড়ি যেতে বলছ , সে বলে হ্যাঁ। তার পর আমি স্ত্রী কে রেগে বলি আমি কি কিছু বলবো, বলো। এই রকম ভাবে মনে মনে তালাকের ভাবনা চলে আসে । কিন্তু আমি কিছুই বলিনি। হুজুর এর জন্য কি মজলিস হবে?
৩. কোনো বাক্য বলা হলো , তালাকের নিয়ত এ , কিন্তু সেইটা কেনিয়া বাক্য নয় তাহলে কি সে ক্ষেত্রে তালাক হবে??