ধরেন, আমার ছোট বোন কে যদি আমি এইভাবে বলি, কারো নাম ধরে যে, "অমুকের ব্যাপারে একটু বেশি সতর্ক থাইকো, msg, call, comment সবক্ষেত্রেই বেশি সতর্ক থাইকো। এইটাই তোমার জন্য ভালো হবে।" সেই ব্যক্তি আবার তারই cousin (একটু দূর সম্পর্কের কাকাতো ভাই)। কারণ সেই ব্যক্তিটা আমার ছোট বোন এর ব্যাপারে তেমন সুবিধার না।
1.তাহলে কি সেই ব্যক্তির নাম ধরে সতর্ক করা গীবত হবে,? কারণ আমি তো তার একটা জিনিস দোষ মনে করেই তার ব্যাপারে সতর্ক করছি আমার বোনকে।
2. আর গীবত না হলে সতর্ক করা যাবে কিনা।?
3. আর যদি গীবত হয়, তাহলে কিভাবে সতর্ক করব?