ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ইদ্দতের মধ্যে মহিলা গর্ভবর্তী হলে, উক্ত মহিলার ইদ্দত তখনই শেষ হবে যখন তার সন্তান ভুমিষ্ট হবে।
فَإِذَا حَبِلَتْ فِي الْعِدَّةِ تَنْقَضِي بِوَضْعِهِ سَوَاءٌ كَانَ مِنْ الْمُطَلِّقِ، أَوْ مِنْ زِنًا، أَوْ مِنْ نِكَاحٍ فَاسِدٍ ……. قَالَ فِي النَّهْرِ: وَفِي الْخُلَاصَةِ: وَكُلُّ مَنْ حَمَلَتْ فِي عِدَّتِهَا فَعِدَّتُهَا أَنْ تَضَعَ حَمْلَهَا، وَفِي الْمُتَوَفَّى عَنْهَا زَوْجُهَا إذَا حَمَلَتْ بَعْدَ مَوْتِ الزَّوْجِ فَعِدَّتُهَا بِالشَّهْرِ اهـ وَقَدْ مَرَّ عَنْ الْبَدَائِعِ. اهـ. (رد المحتار: 3/ 519، 520)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১)এভাবে ইদ্দত চলাকালীন জেনার মাধ্যমে গর্ভবতী হওয়ার দ্বারা মাসিক অনুযায়ী ইদ্দতের তারিখ হওয়ার পরে তাদের বিবাহ শুদ্ধ হয় নাই। বরং সন্তান প্রস্রাব হওয়ার পরই ইদ্দত শেষ হবে।
(২) যেহেতু তিন হায়েজ পূর্ণ হয়নি এবং মহিলা গর্ভবতী হয়ে গেছে।তাই সন্তান প্রস্রব হওয়ার পরই ইদ্দত শেষ হবে।
(৩)তাদের বিবাহ শুদ্ধ হয়নি।সন্তান ভুমিষ্ট হওয়ার পর তারা আবার বিয়ে করে নিবেন। উক্ত সন্তান দ্বিতীয় স্বামীর বলে বিবেচিত হবে যদি সে মেনে নেয় নতুবা এই সন্তান যিনার সন্তান হিসেবে বিবেচিত হবে।