আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
157 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (28 points)
আসসালামু আলাইকুম উস্তাদ।

আমি আমার বাবার ব্যাপারে কিছু বলি যাতে আমাকে সিদ্ধান্ত দিতে সুবিধা হয়।

***ছোটবেলা থেকে তিনি আমাদের কোনো দায়িত্বপালন করেননি,সন্তানদের না স্ত্রীর।উনি কখনোই ইনকাম করেননি।আমি এই জীবনে উনাকে একটা পয়সা কামাতে দেখিনি এবং আমাদের ডিমান্ড পূরণ করতে। মদ,গাঁজা এসব খেতেন আম্মুকে প্রচুর মারতেন।ভালো ভালো খাবার চাইতেন,আম্মুর কাছে টাকা চাইতেন আম্মু দিতে না পারলে মারতেন।আম্মু আমাদের ভাই-বোনদেরকে নানু ও মামার সাহায্যে বড় করেন।তারাই খরচ বহন করেছিলেন।আমি আর আমার ভাই এখন ২০+। আমার বাবার কিছুটা পরিবর্তন হয়েছে আগে মদ খেয়ে রাস্তায় পড়ে থাকতেন এখন মদ খাননা তাই সারাক্ষণ বাসায় থাকেন।ইনকাম নেই কোনো রকমে ঘর চলছে আমাদের আমরা বড় হওয়ার পর নানু মারা যান,মামারাও আর দেখেননি।আমরা মোটামুটি মেধাবী এবং ভদ্র। সমাজে আমাদের ভাই-বোনের সম্মান রয়েছে সবাই আমাদেরকে উদাহারন দেই(গর্বের জন্য বলছিনা)।এই জীবনে তিনি খালি অত্যাচার করলেন আমাদের উপর,ভালোবাসা মহব্বত পারিবারিক বন্ধন কখনোই দেখিনি।বাবার আদর কি জানিনা।আমার বাবাকে আমি দুনিয়ার সবচেয়ে বেশি ঘৃণা করি। তিনি এখনো ভালো খাবার না পেলে ভাংচুর করেন,আম্মুক মারতে আসেন,আমাকেও এখন আর লজ্জ পাননা,আমাকেও বড় কথা+মারতে আসেন।উনার জন্য আমার কোনো বিয়ের প্রস্তাবি আসেনা।আমি দ্বীন মেনে চলি,আইওএমেও আছি।অনেক দ্বীনি খেদমতেও আছি।কিন্তু আমার কোনো পাত্র আসেই না বাবার পেশা নেই দেখে।

জানতে চাচ্ছি।তার চেহারার দিকে তাকালেই আমার ভেতর থেকে কষ্টে কান্না আসে,আমি তাকে অনেক ঘৃণা করি।আমি অনেক ভালো ব্যবহারও করি তার সাথে কিন্তু সবর হারিয়ে ফেললে আমি অনেক খারাপ আচরন করি।বাবার প্রতি এই খারাপ আচরন ও ঘৃণা করার জন্য কি আল্লাহ আমাকে শাস্তি দিবেন??আমার কি গুণাহ হবে??আমিতো পারছিনা মনকে শান্ত করতে জীবনে অনেকটা সময় তার দেওয়া মানসিক অত্যাচারে ভুগেছি, ছোটোবেলায় ক্লাসে বসে কাঁদতাম। আমার এই বয়সেও সেই ছোটবেলার দৃশ্য চোখে ভাসে আর কষ্ট হয়।

মনে হয় তিনি মারা গেলে সব ঠিক হবে।আমি তার মৃত্যু কামনা করি এখন।এতো বছর সংশোধনের দোয়া করতাম কারণ কারো মৃত্যু কামনা করা উচিত না।আমি যে তাকে সহ্যই করতে পারছিনা,তার মৃত্যু কামনা করছি,ভাবছি তিনি না থাকলে বা তিনি যদি একটু বুঝতেন আমাদের আমাদের পরিবারের ২% খরচ বহন করতেন আমাদের জীবনটা আরো সুন্দর হতো,এতো কস্ট হতো না।এসব ভাবনা কি আমার ঠিক হচ্ছে?আমার উপর কি আল্লাহ নারাজ হচ্ছেন??

1 Answer

0 votes
by (583,410 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আল্লাহ তা'আলা বলেন,
وَإِن جَاهَدَاكَ عَلَىٰ أَن تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا ۖ وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا ۖ وَاتَّبِعْ سَبِيلَ مَنْ أَنَابَ إِلَيَّ ۚ ثُمَّ إِلَيَّ مَرْجِعُكُمْ فَأُنَبِّئُكُم بِمَا كُنتُمْ تَعْمَلُونَ
পিতা-মাতা যদি তোমাকে আমার সাথে এমন বিষয়কে শরীক স্থির করতে পীড়াপীড়ি করে, যার জ্ঞান তোমার নেই; তবে তুমি তাদের কথা মানবে না এবং দুনিয়াতে তাদের সাথে সদ্ভাবে সহঅবস্থান করবে। যে আমার অভিমুখী হয়, তার পথ অনুসরণ করবে। অতঃপর তোমাদের প্রত্যাবর্তন আমারই দিকে এবং তোমরা যা করতে, আমি সে বিষয়ে তোমাদেরকে জ্ঞাত করবো।(সূরা লুকমান-১৪/১৫)

وَقَضَىٰ رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا ۚ إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا
তোমার পালনকর্তা আদেশ করেছেন যে, তাঁকে ছাড়া অন্য কারও এবাদত করো না এবং পিতা-মাতার সাথে সদ্ব-ব্যবহার কর। তাদের মধ্যে কেউ অথবা উভয়েই যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়; তবে তাদেরকে ‘উহ’ শব্দটিও বলো না এবং তাদেরকে ধমক দিও না এবং বল তাদেরকে শিষ্ঠাচারপূর্ণ কথা।(সূরা বনি ইসরাঈল-২৩)


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনার সম্পূর্ণ বিবরণ পড়েছি, আপনাকে বলবো, আপনি নিজ পিতার হেদায়তের জন্য দু'আ করুন। তাকে কটাক্ষ করবেন না।বরং তার সাথে যতটুকু সম্ভব ভালো আচরণ করার চেষ্টা করুন। আপনার বিয়ের জন্য দু'আ করতে থাকুন। অবশ্যই আল্লাহ তা'আলা আপনাকে সাহায্য করবেন। হ্যা, নিজেও বিয়ের জন্য চেষ্টা করতে পারেন।আত্মীয় স্বজনকে আপনার মা বিয়ের পাত্র দেখার কথা জানাবেন।আল্লাহর হুকুম হলে আপনার বাবার এই অধপতনে কোনো সমস্যা হবে না। মূল বিষয় হল, আল্লাহকে রাজী করানো।আল্লাহ আপনার সহায় হোক।আমীন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (583,410 points)
উত্তর দেয়া হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...