আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ
আমার লজ্জাস্থানে মাঝেমধ্যে পানি আসছে। এই পানির কারণে কি অজু ভেঙে যাবে?? এই পানি কি নাপাক? এইটা স্বাভাবিক পানি, এটা ওদী নয়। অনিচ্ছাকৃত এরকম হচ্ছে। পানি পরিমাণও বেশি নয়। কখনও আমি টের পাচ্ছি,, কখনো আমি পাচ্ছি না। পেশাব করার পরে আমার মনে হচ্ছে সামনের রাস্তা দিয়ে বায়ুর সাথে সাথে একটু পানিও বের হচ্ছে,,এরপর আমি হাত লজ্জাস্থানে হাত দিচ্ছি তখন ভেজা দেখতে পাচ্ছি,, এখন এই ভেজাটা পবিত্রতা অর্জন করার পানি নাকি অন্য পানি তা টের পাচ্ছি না। তবে কখনো কখনো পেশাবের পর ছাড়াও অন্য সময়ও এমন হচ্ছে। কখনো পানি বের হচ্ছে,, কখনো পানি বের হচ্ছে না। সালাতের মধ্যেও এরকম হচ্ছে। আমার কি করণীয়?
যদি রোগের কারণেই হয় অথবা স্বাভাবিক কারণে হয়,,,,, উভয় ক্ষেত্রেই যদি আমার ওযু করার পর সালাতরত অবস্থায় লজ্জাস্থানে পানি আসে তাহলে কি আমি নামাজ ভেঙ্গে দিয়ে আবার পুনরায় ওযু করে প্রথম থেকে সালাত আদায় করব??নাকি ওই ওযু দিয়েই আমি ওই ওয়াক্তর সকল সালাত আদায় করতে পারবো? উল্লেখ্য:আমি একজন হোমিওপ্যাথি ডাক্তারকে আমার সমস্যার কথা বলেছি। তিনি আমাকে ওষুধ দিয়েছেন,, কিন্তু বলেলনি এইটা রোগ নাকি। আমি একজন মেয়ে। এমতাবস্থায় আমার করণীয় কি?