https://ifatwa.info/80603/ এটার উত্তর বিষয়ে,,
১/,,,,,** লোহার স্টান্ডে নাপাকের চিহ্ন বা গন্ধ পাওয়ার উপায় কি??? লোহা তো কালো হয়ে গেছে তাই বোঝার কোনো উপায় নাই?? আগে একটা ফতোয়ায় দেখেছিলাম যে ভিজা নাপাক কাপড় দড়িতে রাখলে পরবর্তীতে শুকনা কাপড় রাখলে তা নাপাক হয় না??
২//শাইখ সাধারনত লোহাতে একটা ভিজা কাপড় রাখলে তা লোহাতে এর ফলে পানি লাগা অনেক কঠিন,আর ২-১ ফোটা প্রসাব ভরা কাপড় লোহার স্টান্ডে রাখা হলে প্রসাবের ঐ ফোটা লোহার স্টান্ডে লেগে লোহার স্টান্ডে নাপাক হওয়া তো কঠিন?? এ বিষয়ে কি বলেন,,,,
৩/আর লোহার স্টান্ড টি যদি নাপাকও হয় তাহলে ওখানে হালকা ভিজা কাপড় রাখলে সেটাও কি নাপাক হবে কারন আমার পরিবারের অনেক সদস্যা জানে না যে তা নাপাক?? জায়নামাজ রাখলে সেটাও কি নাপাক হবে??