আমার নাম তাওহিদা আক্তার তিনা।আমার তিনা নামের আরবি অর্থ জানি না।তবে কুরআনের কয়েক জায়গায় অন্য আরেকটি শব্দের সাথে তিনা শব্দ টি যুক্ত অবস্থায় পেয়েছি যেমন আইয়াতিনা।আবার অনেক জায়গায় তিনা শব্দটি যে শব্দটির সাথে যুক্ত অবস্থায় আছে সেটির অর্থ খারাপ।সেদিন এমন একটি শব্দ পেয়েছিলাম যার অর্থ জাহান্নামের পুজ,রক্ত এমন।তিনা শব্দ টি আলাদা ভাবে পেয়েছি সুরা বনি ইসরাইলের ৬১ নম্বর আয়াতে যার অর্থ কাদামাটি।তাফসিরে দেখা যায় পচাকাদামাটি।এখন কথা হচ্ছে এই নাম কি রাখা যাবে?আমাকে মেইনলি সবাই এই নামেই ডাকে। এই নামে ডাকা কি উচিত হবে?