আসসালামু আলাইকুম
ওস্তাদ,
১/ ফেসবুক গ্রুপে বা পেইজে অনেক জায়গায় এ মেনশন বা ইনভাইট বা শেয়ার প্রতিযোগিতা চলে। অর্থাৎ কোনো একটি পোস্টে রিয়েক্ট করে তাতে কয়েকজঙ্কে মেনশন করতে হয় ,তারপর তা নিজের আইডিতে শেয়ার করতে হয়, এরপর উক্ত গ্রুপে বা পেইজে যে যত বেশই পারে তত ইনভাইট করতে হয়। এরপর যে বেশি ইনভাইট দেয় তাকে গিফট দেওয়া হয়।
২/ অনেক সময় ইনভাইট সংখ্যা নির্দিষ্ট করে দেয়। শেয়ার, মেনশন। এরপর অনেকে অংশ নিলে পরে সকলের মধ্যে থেকে লটারির মাধ্যমে ১ জন বা ৩ জনকে বিজয়ী করা হয়।(এখেত্রে অনেকে শেয়ার ,মেনশন,ইনভাইট ৩ টাই না দিয়ে কম দিতে পারে, যেমন শুধু ইনভাইট বা মেনশন বা শেয়ার)
৩/অনেকে কুইজ দেয়, পরে কুইজের সঠিক উত্তরদাতার মধ্য থেকে একজনকে লটারীর মাধ্যমে পুরস্কার দেওয়া হয়।(১,২,৩ করার মাধ্যমে তাদের পেইজ বা গ্রুপের রিচ বাড়ে)
৪/ কেও আবার ব্যাবসার খাতিরে প্রোডাক্ট (যামন ম্যাগাজিন) এর ছবি সকলের প্রফাইলে সেট করা শর্ত দেয় এগুলোর সাথে।
সাথে।,
১,২,৩,৪ এ অংশগ্রহন করা কি হালাল হবে?
৫/ একটা ফেসবুক পেইজ থেকে কর্তৃপক্ষ একটা এপ্স তৈরি করেছেন যেখানে প্রতিদিন ৩ টা কুইজ আসে এবং ১ বার স্পিন ঘুরানো যায়, ১ টা কুইজের সঠিক উত্তর দিলে ১০ পয়েন্ট র ১ বার স্পিন ঘুরিয়ে ০-৩৫ পয়েন্ট পর্যন্ত পাওয়া যায়। এরপর মোট পয়েন্ট এভাবে জমতে জমতে ২০০ হলে উক্ত ব্যাক্তি ২০ টাকা রিচারজ করাতে পারে মোবাইলে এবং ১০০০ কয়েন হলে উক্ত ব্যাক্তি ১ টি বই নিতে পারবে পেইজ থেকে।(এতে এপ্স করতিপক্ষ হয়তো এপ্স এর বেশি ব্যবহারকারীর মাধ্যমে অনলাইনে টাকা পেতে পারে,আমি সিওর জানিনা। তবে তাদের পেইজে জিজ্ঞাসা করলে তারা বলে এটা বানানোর নিয়ত দাওাআহ, তারা এপ্সের জন্য কোনো টাকা পাচ্ছেনা) এটা কি জুয়া বা সুদ হয়? এটা খেলা কি হালাল হবে?