জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
(০১)
না,এক্ষেত্রে কোনো সমস্যা নেই।
(তবে এক্ষেত্রে উত্তম পদ্ধতি হলো শেষে পায়জামা পরিবর্তন এর সময় নাপাক পায়জামা খুলে লজ্জাস্থান থেকে ২/১ মগ পানি ঢেলে দেয়া,তারপর পবিত্র পায়জামা পরিধার করা।
এক্ষেত্রে গামছা বা অন্য কোনো কাপড় দ্বারা লজ্জাস্থান ঢেকে নেয়া যেতে পারে।)
(০২)
মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ-
وَ الَّذِیۡنَ کَذَّبُوۡا بِاٰیٰتِنَا صُمٌّ وَّ بُکۡمٌ فِی الظُّلُمٰتِ ؕ مَنۡ یَّشَاِ اللّٰہُ یُضۡلِلۡہُ ؕ وَ مَنۡ یَّشَاۡ یَجۡعَلۡہُ عَلٰی صِرَاطٍ مُّسۡتَقِیۡمٍ ﴿۳۹﴾
আর যারা আমাদের আয়াতসমূহে মিথ্যারোপ করে, তারা বধির ও বোবা, অন্ধকারে রয়েছে। যাকে ইচ্ছে আল্লাহ বিপথগামী করেন এবং যাকে ইচ্ছে তিনি সরল পথে স্থাপন করেন।
(সুরা আন'আম ৩৯)
وَ الَّذِیۡنَ جَاہَدُوۡا فِیۡنَا لَنَہۡدِیَنَّہُمۡ سُبُلَنَا ؕ وَ اِنَّ اللّٰہَ لَمَعَ الۡمُحۡسِنِیۡنَ ﴿۶۹﴾
আর যারা আমাদের পথে সর্বাত্মক প্রচেষ্টা চালায়, আমরা তাদেরকে অবশ্যই আমাদের পথসমূহের হিদায়াত দিব। আর নিশ্চয় আল্লাহ্ মুহসিনদের সঙ্গে আছেন।
(সুরা আনকাবুত ৬৯)
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
আল্লাহ তায়ালা যাকে পথভ্রষ্ট করেন তাকে কেউ পথ দেখাতে পারে না,কবার যাকে ইচ্ছে তিনি সরল পথে স্থাপন করেন।
এক্ষেত্রে যে হেদায়াতের পথে সর্বাত্মক প্রচেষ্টা চালায়,তাকেই আল্লাহ তায়ালা সরল পথে স্থাপন করেন।
আর যে হেদায়াতের পথে প্রচেষ্টা চালায়না,তাকে আল্লাহ তায়ালা সরল পথে স্থাপন করেননা। বরং আল্লাহ তায়ালা তাকে পথভ্রষ্ট করেন।
সুতরাং হেদায়াতের পথে বান্দার সর্বাত্মক প্রচেষ্টা চালানো আবশ্যক।