জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
নিজের নামের সাথে বাবার নাম যুক্ত করাই ভালো। তবে এটি ওয়াজিব ফরজ তথা আবশ্যকও নয়।
মহান আল্লাহ তাআ’লা ইরশাদ করেনঃ-
ادْعُوهُمْ لِآبَائِهِمْ هُوَ أَقْسَطُ عِندَ اللَّهِ
‘তোমরা তাদেরকে তাদের পিতৃপরিচয়ে ডাক। এটাই আল্লাহর কাছে ন্যায়সঙ্গত।’ (সূরা আহযাব ৫)
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
ইসলামী স্কলার গন বলেছেন, উম্মে,বিন/ইবনে/ইবন এবং বিনতে/বিনত শব্দগুচ্ছ কোনো ব্যক্তির কুনিয়ত বা উপনাম হিসেবে ব্যবহৃত হয়।
আরবি ভাষার ব্যবহারবিধি অনুযায়ী এমন নাম সাধারণত মূল নাম হয় না। যদিও কারো কারো ক্ষেত্রে তা প্রসিদ্ধ নাম কিংবা পরিচিতি-জ্ঞাপন নাম হিসেবে ব্যবহৃত হয়। এসব শব্দ দিয়ে নাম গঠনের অন্যতম শর্ত হলো নিম্নের যেকোনো শব্দ নামের শুরুতে হওয়া—
পিতৃবাচক শব্দ, মাতৃবাচক শব্দ, পুত্রবাচক, কন্যাবাচক, ভাতৃবাচক, ভগ্নিবাচক, পিতৃব্যবাচক ইত্যাদি।
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
প্রশ্নের বিবরন মতে উম্মে জাইফা,উম্মে সায়হান এদুটি নাম নিজের নাম হিসেবে রাখতে চাচ্ছেননা,বরং খেতাব (যাহা এক্ষেত্রে কুনিয়ত বা উপনাম হিসেবে প্রসিদ্ধ) রাখতে চাচ্ছেন।
যেহেতু আপনার এখনো কোনো সন্তানই হয়নি,তাই এক্ষেত্রে বলা যায় যে এটি কিছুটা মিথ্যার আশ্রয় হবে,তাই এমন খেতাব আপাতত ব্যবহার না করারই পরামর্শ থাকবে।
তবে নিজের নাম হিসেবে রাখলে কোনো সমস্যা নেই।