আসসালামু আলাইকুম,
আপনারা বলেছেন,,,কেউ ডিভোর্স এর শব্দ উচ্চারণ করলে তা যদি ফ্যানের বাতাস বা অন্য কারনে বাধা পেয়ে কানে না পৌছায় তাহলেও ডিভোর্স কার্যকর হতে পারে।
আমি কিছু যুক্তিসহ এই ফতোয়ার ব্যখ্যা চাই নিচে কয়টি প্রশ্ন করেছি আশা করি উত্তর দিবেন।
বি:দ্র: যে শব্দ মানুষ উচ্চারন করলো যদি কানেই না শুনতে পায় কোন বাধার জন্য বা অন্য কোন কারনে সেই ব্যক্তি কি করে বুঝবে সেটা কানে আসার মতো শব্দ ছিলো কিনা??? এবং সেটা কিভাবে কার্যকর হবে??
প্রশ্ন ১:
প্রশ্নটি হলো, আমরা তো পৃথিবীর মানুষ শব্দের মধ্যেই বসবাস করি। কোন না কোন শব্দ পাখির শব্দ,বাতাসের শব্দ,ফ্যানের শব্দ,গাড়ির শব্দ। একমাত্র বায়ুশূন্য স্হান ছাড়া কোন না কোন শব্দ আমাদের চারপাশে থাকবেই।
এখন যদি কেউ ডিভো** শব্দ উচ্চারণ করলো কিন্তু উপরোক্ত বাধার কারনে কানে না শুনতে পায় তাহলে সে শব্দ পরিমাপ করবে কিভাবে???
বা সে বুঝবে কি করে শব্দ তার কানে পৌছেছিলো???
বিজ্ঞান বলে মানুষের শ্রবণসীমা ২০ হার্জ থেকে ২০,০০০ হার্জ কম্পাংক। এখন সে কিভাবে বুঝবে সে কতো হার্জ শব্দের কম্পাংক তৈরি করছিলো। আর শব্দ তো বাধার কারনে যেতে পারে না।
তার কানে যদি কোন বাধার কারনে শব্দ না পৌছায় সে তো কখোনো বুঝতেই পারলো না।আর বুঝতে না পারলে সে তো জানতেও পারলো না আর সে তখন কোন Action কিভাবে নিবে???
এক্ষেত্রে শরিয়তের বিধান কি???
প্রশ্ন ২: কেউ যদি ডিভোর্স এর শব্দ গুলো মনে মনে বলে এবং তা যদি উচ্চারিত হয়ে কানে না পৌছায় কোন বাধার জন্য এবং সে যদি কখনো বুঝতে না পেরে এই শব্দ তার কানে কখোনো গিয়েছিলো নাকি এর জন্য কি হবে???
প্রশ্ন ৩: একজন ব্যক্তি কিভাবে বুঝবে যে সে কানে শোনার মতো শব্দ উচ্চারণ করেছিলো নাকি করে নায়?????
প্রশ্ন ৪: একজন মানুষ যদি জনবহুল বা কোন মিল ফ্যাক্টরির কাছাকাছি বসবাস করে যেখানে সারাক্ষণ শব্দ হয়। সেখানে একজন লোক কিভাবে বুজবে তার উচ্চারিত শব্দ কানে পৌছালো নাকি???
প্রশ্ন ৫: যে ব্যক্তির কানে একটু সমস্যা আছে মানে জোড়ে কথা বলা শব্দ ছাড়া শুনতে পায় না।।।। তার ক্ষেত্রে কতটুকু জোড়ে শব্দ উৎপন্ন করতে সেটা সে বুঝবে কি করে তার কানে পৌছানো মতো শব্দ ছিলো কিনা???
উপরোক্ত প্রশ্নে আলোকে যেই লোকটা কি শব্দ উচ্চারণ করলো তার কানে সেটা পৌছাইনি বাধার জন্য বা অন্য কোন কারনে। তাই সে শুনতে পারলো না কি শব্দ উচ্চারিত হয়েছিলো এবং জানতেও পারলো না। সে বুঝবে কি করে তার কানে পৌছানোর মতো শব্দ উচ্চারিত হয়েছিলো কিনা??? সেইক্ষেত্রে লোকটি কি করবে???