আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ্।
আমাকে একটি ছেলে পছন্দ করে এবং আমিও। ফেসবুকে পরিচয়। আমরা সমবয়সী এবং দুইজন ২ জেলার। আমার অন্যত্র বিয়ে হয়ে যাবে ভেবে ভয়ে-টেনশনে ছেলে আমার বাবাকে আমাদের পছন্দের কথা জানায়। যেহেতু ছেলে পড়াশোনা করে + দূরত্ব + ছেলেদের আর্থিক অবস্থা আরো উন্নত হওয়া দরকার - এসব কারণ দেখি আমার বাবা ছেলেকে রিজেক্ট করে দেয় এবং আমাকে কড়া আদেশ দেয় আমি যেনো ছেলের সাথে সম্পর্ক ছিন্ন করি।
উল্লেখ্য, আমার বাবার সম্মান + বাবা-মা'কে কষ্ট দিতে না চাওয়া + ভয় থেকে আমি ছেলেকে না করে দেই। কথা বন্ধ রাখি৷ কিন্তু উনি আমাকে পাগলের মতো ভালোবাসে এটি আমি জানি৷ আমাকে ছাড়া তিনি সুইসাইড করবেন এটুকুও জানি। কথা বন্ধ করার পর উনি পাগলের মতো হয়ে গেসেন। সাইক্রিয়াটিস্ট দেখিয়েছেন। বারবার আমাকে রিকোয়েস্ট করেছেন। ছেলের অবস্থা খারাপ দেখে উনার বাবা আমার বাবাকে রিকোয়েস্ট করেছেন। কান্না পর্যন্ত করেছেন। কিন্তু আমার বাবা কিছুতেই রাজি হন নি, উলটো অপমান করেছেন। ফলশ্রুতিতে ছেলে ৩ বার সুইসাইড এটেম্প নিয়েছেন। ছেলের মা আমাকে রিকোয়েস্ট করেছেন উনাদের কাছে চলে যেতে অথবা আমাদের পক্ষ থেকে যে শর্ত দিবে তা সব মেনে নিবেন বলে কথা দিয়েছেন।
আমার বাবা -মা'য়ের অমতে বিয়ে করে কখনো সুখী হবো না। বাবা মায়ের সম্মান, আমার ছোট বোনদের ফিউচার এসব কথা চিন্তা করে আমি আর ডিসিশন নিয়ে উঠতে পারি নি। এরমধ্যেই ছেলে সুইসাইড করে। মারা যায়।
নোট: ছেলে স্কলার শীপ বাবদ ২০ হাজার এর মত টাকা পেতো যা দিয়ে একটা মেয়ের দায়ীত্ব নেয়া যায়৷ ছেলের বাবাও মেয়ের দায়ীত্ব নিবে বলেছে।
আমার প্রশ্ন-
১. আমি জানতাম ছেলে আত্মহত্যা করতে পারে। তারপরেও নিজের বাবা মায়ের অমতে বিয়ে না করাতে কি আমার গুনাহ্ হবে? এই সিচুয়েশনে আমার কি করা উচিৎ ছিলো? ( প্লিজ বিস্তারিত বলবেন।)
২. এই মৃত্যুর দায় কি আমার? যেহেতু আমি শিওর ছিলাম এমন হতে পারে।( তবে কখনো এ ব্যাপারে প্ররোচনা দেই নি, বরং বোঝানোর চেষ্টা করেছি৷)
৩. আমার জন্য ছেলে + উনার ফ্যামিলি যে কষ্ট পেলো। উনাদের হক নষ্ট করলাম। এখন আমি এর থেকে মুক্তি পাবো কিভাবে? যিনি মারা গেসেন তার থেকে তো ক্ষমা চাইতে পারবো না, তাহলে কি আল্লাহ্ আমায় মাফ করবেন না?