আমি যাকাত নিয়ে এই ফোরামের অনেক পোস্ট পড়েছি। কিন্তু কোথাও গুছিয়ে উত্তর পেলাম না।
১) আমার কাছে ধরে নিলাম ৫ ভরি স্বর্ণ আছে। যার বর্তমান মূল্য প্রায় ৫ লক্ষ টাকা। যা কি না সাড়ে ৫২ তোলা রুপার চেয়ে বেশি। ধরে নিলাম আমার কাছে ক্যাশ টাকা নেই। স্বর্ণের জন্যে সাড়ে সাত ভরি নিসাব পরিমাণ। কিন্তু ৫ ভরি সোনা কিন্তু রুপার নিসাব পরিমাণ ছাড়িয়ে গেছে।
আপনাদের ব্যাখ্যায় পেয়েছি টাকা + সোনা অথবা টাকা + রুপা নিসাব পরিমাণ ছাড়ালে যাকাত দিতে হয়।
শুধু মাত্র এই ৫ ভরির জন্যে কি যাকাত দেওয়া লাগবে?
২) ধরে নিলাম আমার কাছে ৫ লক্ষ টাকা + কিছু সোনা ৯ মাস ধরে আছে। এখন ১০ মাসের সময় আমার হাতে ৩ লক্ষ টাকা আসলো। এখন ১ বছরের মাথায় আমার কাছে ৮ লক্ষ টাকা আছে। এখন আমাকে কি ৮ লক্ষ টাকা নাকি শুধু ৫ লক্ষ টাকার + সোনার যাকাত দিতে হবে?