আসসালমুআলাইকুম হুজুর,
১.হুজুর আমার বিয়ে করা ১ বছর হলো, আমি এখনও কোনো চাকরী পায়নি, আমি বেকার । দিয়ে স্ত্রীর সঙ্গে রাগা রাগী হয়।
স্ত্রী আমাকে বলছে আমাকে বিয়ে করেছি কিন্তু এখনও কোনো দায়িত্ব নিতে পারোনি । দিয়ে আমি বলছি আমি তোমার সব দায়িত্ব নিবো, দিয়ে স্ত্রী বলছে তোমাকে দায়িত্ব নিতে হবে না । স্ত্রী এমনি রেগে বলেছে , তালাকের কোনো নিয়ত ছিল না, হুজুর এই কথার জন্য কি তালাক হবে?
২. স্ত্রী যদি তালাকের অধিকার পেয়ে থাকে তাহলে যদি এইসব কথা বলে তাহলে কি তালাক হবে? আমি স্ত্রী কে জিজ্ঞাসা করেছি, সে এমনি রেগে বলেছে , কোনো তালাকের নিয়ত ছিল না । এর জন্য কি কোনো তালাক হবে?
৩. হুজুর দিয়ে আমি বললাম আমি তোমার সমস্ত দায়িত্ব নিবো। দিয়ে স্ত্রী বলছে রেগে তুমি আমার দায়িত্ব নিতে পারবে না। দিয়ে আমার রাগ হয়ে জাই, যে আমার স্ত্রী কি বলতে চেয়েছে, দিয়ে আমি বলছি, আমি যদি তোমার দায়িত্ব নিতে না পারি তাহলে তুমি কি বলতে চাইছো?? আমি ভেবেছিলাম স্ত্রী হয়ত অন্য কোনো খারাপ কথা বলে ফেলবে তাই আমি জিজ্ঞাসা করছি তুমি কি বলতে চাইছো , আমি যদি তোমার দায়িত্ব নিতে না পারি বা দায়িত্ব না নেয়?। হুজুর আমার রাগের বশে এইসব কথা বার্তা জন্য কি কোনো তালাক হবে? ওই কথা বলে আমি শুধু জিজ্ঞাসা করতে চেয়েছি।
৪. হুজুর আমি তো এই কথা গুলো বলেছি, যদি রাগের বসে তালাকের নিয়তে এই সব কথা জিজ্ঞাসা করি তাহলে কি তালাক হবে? কারণ আমি তো এইখানে কোনো কেনিয়া বাক্য বলিনি। আমি শুধু মাত্র জিজ্ঞাসা করেছি, যে সে কি বলতে চেয়েছে। আমি শুধু রাগের বশে জিজ্ঞাসা করেছি সে কি বলতে চেয়েছে? এর জন্য কি তালাক হবে?
৫. হুজুর আমার যখন বিয়ে হয় তখন এমন কথা হয়, যতদিন আমার স্ত্রী পড়া সোনা করবে , আমার স্ত্রী র যাবতীয় খরচ ও দায়িত্ব তার বাবা বহন করবে। ২ বছর তার বাবা সমস্ত দায়িত্ব নিবে, তার খরচের । ২ বছর পর যাবতীয় খরচ আমি করবো।
দিয়ে একদিন স্ত্রীর সঙ্গে ঝামেলা হয় , দিয়ে আমি বলি কথাই তো হয়েছে ২ বছর তোমার বাবা তোমার সমস্ত দায়িত্ব নিবে, তাহলে আমাকে বলছ কেনো?আমি তো বেকার ছেলে আমি কোথায় টাকা পাবো? আমি এখন দায়িত্ব নিতে পারবো না , আমি কোথায় টাকা পাবো। ২ বছর পরে সমস্ত দায়িত্ব আমার ,আমি বহন করবো সমস্ত খরচ। হুজুর নরমালি এই সব কথা হয়েছে হুজুর কোনো খারাপ উদ্দেশ্য ছিল না বা তালাকের উদ্দেশ্য ছিল না । টাকা র প্রবলেম এর জন্য এমন কথা হয়ত হয়েছে , আমার সঠিক মনে পড়ছে না । হয়ত এই রকম কথা নরমালি হয়েছে । হুজুর এমন কথা বার্তা যদি বলে থাকি এর জন্য কি কোনো তালাক হবে?
৬. হুজুর বিয়ের পর আমার স্ত্রী তার বাবার বাড়ি থাকে, আমি আমার বাড়িতে থাকি। এমনি সে আমাদের বাড়ি আসে, আমি তাদের বাড়ি জাই। হুজুর যখন ঝামেলা হচ্ছিলো আমি আমার স্ত্রীকে বলছি আমাদের সংসারে ঝামেলা করোনা। দিয়ে স্ত্রী বলছে সংসার তো এখন ও শুরু হয়নি তাই বললো। দিয়ে আমি বললাম কি ভেবে কথা টা বললে সে বললো রেগে এমনি বলেছি । কোনো কারণ নেই এর জন্য কি কোনো তালাক হবে?
৭. হুজুর ঘুমিয়ে ছিলাম, দিয়ে মনে মনে বলেছি ভগবানের কসম এই রকম বলেছি মনে মনে নাকি ঘুমের মধ্যে বুঝতে পারিনি। হুজুর এর জন্য ঈমান চলে যাবে নাকি?