আসসালামু আলাইকুম। আমার প্রতিবেশী হিসেবে একটি হিন্দু পরিবার আছে। এমনিতে তাদের ব্যবহার ভালো। দেখা হলে খোঁজখবর নেয় বিপদে-আপদে এগিয়ে আসে। মুসলিম প্রতিবেশীর ক্ষেত্রে আমরা পারস্পরিক সৌহার্দের পরিচয় হিসেবে মুসলিম প্রতিবেশীর বাড়িতে দুই এক সময় খাবার পাঠাই এবং তারাও আমাদের বাসায় খাবার পাঠালে আমরা সেটা গ্রহণ করি, কারণ এতে করে পারস্পরিক সৌহার্দ্য বাড়ে। তাছাড়া একজন আলিম কোর্সের স্টুডেন্ট হিসেবে আমরা দাওয়াহ ক্লাসে শিখেছি যে আমরা বিভিন্নভাবে মুসলিম-অমুসলিমকে দাওয়াত দিতে পারি এবং এটা আমাদের অবশ্যই চেষ্টা করা উচিত। এখন আমার প্রশ্ন হল, আমার প্রতিবেশী হিন্দু পরিবারেও কি আমি মাঝে মাঝে খাবার পাঠাতে পারি, দাওয়াহ-এর নিয়তকে মাথায় রেখে? সেক্ষেত্রে, তারা যদি আমাদের বাসায় খাবার পাঠায়, তাহলে সেটা গ্রহণ করা কি ঠিক হবে? যদি ঠিক না হয়, এবং যদি সেটা গ্রহণ না করি, তবে তারাও তো মনে কষ্ট পাবে। তাহলে এমন কি করা যেতে পারে, রান্না করা খাবার না পাঠিয়ে, ফলমূল পাঠানো? আর যদি রান্না করা খাবার পাঠানো ও গ্রহণ করা ঠিক না হয়,সে ক্ষেত্রে আমার দ্বিতীয় প্রশ্ন হল, বাইরের প্রচুর খাবারের দোকানে এমন অনেক খাবার থাকতে পারে যেখানে হালাল-হারাম আমরা জানি না। তখন তো আমরা না খেয়ে থাকি না। অর্থাৎ আমরা যে শুধুই মাত্র বাসার খাবার খাই, তা তো না। বাইরের খাবার খেয়ে থাকি, যেখানে সন্দেহের অবকাশ আছে। এক্ষেত্রে আমার করনীয় কি? এবং বাইরের খাবার গ্রহণের ব্যাপারে কী নীতি ও মনোভাব নিয়ে চলবো সে ব্যাপারে জানালে উপকৃত হব।