আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
2,882 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (1 point)
edited by
আসসালামু আলাইকুম।
সবার আদরের আমার একটা ছোট ভাই আছে, তার নাম তানভীর, বয়স ৬ বছর।
আমার আম্মা নিয়মিত ৫ ওয়াক্ত সালাত আদায় করে, এবং আমল করে।  কুরআন পড়ে এবং অন্যদের কুরআন শেখায় ।
আমার আম্মা রাতে একটি স্বপ্ন দেখে, একজন লোক আমার আম্মারে বলছে,,,আল্লাহর আদেশ, তানভীরকে জবাই করে গোশত রান্না করতে হবে।
মা ভাবছে আল্লাহর আদেশ আসছে, না দিলে আল্লাহ নারাজ হবে । তারপর, মা তানভীরকে নিজে হাতে সাবান দিয়ে গোসল করিয়ে দেয়,,  তারপর সেই লোকের কাছে দিয়ে দেয়, এবং যখন গলায় ছুরি চালাবে তখনই মা চলে আসে ।
by
স্বপ্নে অন্য কাওকে কুকুর কুরবানী দিতে দেখলে কি হয়?
by
স্বপ্নে অন্য কাউকে কুকুর কুরবানী দিতে দেখলে কি হয়?

1 Answer

+1 vote
by (583,020 points)
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم 

ইসলামী দৃষ্টিতে স্বপ্ন তিন প্রকার। 
,
১. যা আল্লাহর পক্ষ থেকে বান্দাহকে দেখানো হয় যা কল্যানকর হয়।

২. শয়তানের পক্ষ হতে দেখানো হয় যাতে মানুষ খারাপ, মন্দ ভয়ংকর কিছু দেখে থাকে।
তবে শয়তান স্বপ্ন দেখানোর দ্বারা মানুষের কোন ক্ষতি করতে পারেনা।
,
 ভয়ংকর স্বপ্ন দেখলে দুশ্চিন্তার কোন কারন নেই। শয়তান মানুষকে দুশ্চিন্তায় ফেলার জন্যই এমন সব আজব আজব জিনিস দেখায়। এমনটা দেখলে ঘুম থেকে জেগে বাম দিকে থুথু ফেলে আস্তাগফিরুল্লাহ বলতে হয়। 

৩. মানুষের কল্পনা। অর্থাৎ মানুষ যা কল্পনা করে স্বপ্নে তা দেখতে পায়। 
,
হাদীস শরীফে এসেছে  
خَالِدُ بْنُ مَخْلَدٍ حَدَّثَنَا سُلَيْمَانُ عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ قَالَ سَمِعْتُ أَبَا سَلَمَةَ قَالَ سَمِعْتُ أَبَا قَتَادَةَ يَقُوْلُ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلميَقُوْلُ الرُّؤْيَا مِنْ اللهِ وَالْحُلْمُ مِنْ الشَّيْطَانِ فَإِذَا رَأٰى أَحَدُكُمْ شَيْئًا يَكْرَهُه“فَلْيَنْفِثْ حِينَ يَسْتَيْقِظُ ثَلاَثَ مَرَّاتٍ وَيَتَعَوَّذْ مِنْ شَرِّهَا فَإِنَّهَا لاَ تَضُرُّه“وَقَالَ أَبُو سَلَمَةَ وَإِنْ كُنْتُ لأَرَى الرُّؤْيَا أَثْقَلَ عَلَيَّ مِنَ الْجَبَلِ فَمَا هُوَ إِلاَّ أَنْ سَمِعْتُ هٰذَا الْحَدِيثَ فَمَا أُبَالِيهَا.

আবূ ক্বাতাদাহ হতে বর্ণিত। তিনি বলেন, আমি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে বলতে শুনেছিঃ ভাল স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হয়, আর মন্দ স্বপ্ন হয় শয়তানের তরফ থেকে। সুতরাং তোমাদের কেউ যদি এমন কিছু স্বপ্ন দেখে যা তার কাছে খারাপ লাগে, তা হলে সে যখন ঘুম থেকে জেগে ওঠে তখন সে যেন তিনবার থুথু ফেলে এবং এর ক্ষতি থেকে আশ্রয় চায়। কেননা, তা হলে এটা তার কোন ক্ষতি করতে পারবে না। 

আবূ সালামাহ বলেনঃ আমি যখন এমন স্বপ্ন দেখি যা আমার কাছে পাহাড়ের চেয়ে ভারি মনে হয়, তখন এ হাদীস শোনার ফলে আমি তার কোন পরোয়াই করি না। [বুখারী ৫৭৪৭ মুসলিম পর্ব ৪২/হাঃ ২২৬১, আহমাদ ২২৭০৭] 
.
উলামায়ে কেরামগন বলেছেনঃ  
من يري في منامه أضحية فهذا له العديد من الدلالات وهي بشارة خير وفرح لصاحب المنام أو زوال الهموم والتقرب إلى الله والبعد عن المنكرات وتشير إلى بركة وزيادة في أعمال الصالحة لصاحب الرؤيا.
সারমর্মঃ যদি কেহ স্বপ্নে কুরবানী হতে দেখে,তাহলে স্বপ্ন দেখনেওয়ালার জন্য ভালো এবং খুশির সুসংবাদ।
অথবা পেরেশানি দূর হওয়া,আল্লাহর নিকটবর্তী হওয়া,মন্দ কাজ থেকে দূরে থাকা,এবং বরকত লাভের দিকে ইশারা করা হয়।  
۔
সুরা সাফফাতের ১০২-১০৮ নং আয়াতে আল্লাহ তায়ালা বলেন 
فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قَالَ يَا بُنَيَّ إِنِّي أَرَى فِي الْمَنَامِ أَنِّي أَذْبَحُكَ فَانْظُرْ مَاذَا تَرَى قَالَ يَا أَبَتِ افْعَلْ مَا تُؤْمَرُ سَتَجِدُنِي إِنْ شَاءَ اللَّهُ مِنَ الصَّابِرِينَ (102)
“অতঃপর যখন (ইসমাইল) পিতার সাথে (তার কাজে সাহায্য) করার বয়সে উপনীত হল, তখন ইব্রাহীম তাকে বলল: পুত্র আমার! আমি স্বপ্নে দেখি যে, আমি তোমাকে জবেহ করছি; এখন তোমার অভিমত কি (ভেবে) দেখ।  সে বলল: পিতা! আপনাকে যা আদেশ করা হয়েছে, তাই করুন। আল্লাহ চাইলে আপনি আমাকে সবরকারী পাবেন।” (৩৭:১০২)

فَلَمَّا أَسْلَمَا وَتَلَّهُ لِلْجَبِينِ (103) وَنَادَيْنَاهُ أَنْ يَا إِبْرَاهِيمُ (104) قَدْ صَدَّقْتَ الرُّؤْيَا إِنَّا كَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ (105)

“যখন পিতা-পুত্র উভয়েই (আল্লাহর আদেশের সামনে) আনুগত্য প্রকাশ করল এবং ইব্রাহীম (যবেহ করার জন্য) সন্তানের কপাল মাটিতে চেপে ধরল।” (৩৭:১০৩)
“তখন আমি তাকে ডেকে বললাম: হে ইব্রাহীম!” (১০৪)
“সত্যিই তুমি তো স্বপ্নকে সত্যে পরিণত করে দেখালে! আমি এভাবেই সৎকর্মশীলদের প্রতিদান দিয়ে থাকি।” (৩৭:১০৫)
,

إِنَّ هَذَا لَهُوَ الْبَلَاءُ الْمُبِينُ (106) وَفَدَيْنَاهُ بِذِبْحٍ عَظِيمٍ (107) وَتَرَكْنَا عَلَيْهِ فِي الْآَخِرِينَ (108)

“নিশ্চয় এটা ছিল সেই সুস্পষ্ট পরীক্ষা।” (৩৭:১০৬) “এবং আমি তার পরিবর্তে দিলাম জবেহ করার জন্যে একটি বড় জন্তু।” (৩৭:১০৭) “আমি পরবর্তীদের মধ্যে তার জন্য (সুনাম ও সুখ্যাতি) রেখে দিয়েছি।”(৩৭:১০৮)
,
,
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই বোন, 
আপনার আম্মার স্বপ্ন অনেক ভালো।
এটি আল্লাহর পক্ষ থেকে বরকত লাভের দিকে ইশারা। 
আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে। 
,
এটি আপনার আম্মুর আল্লাহর নিকটবর্তি হওয়ার আলামত।     
,
তিনি নেকে কাজ অব্যাহত রাখবেন,চাইলে হযরত ইবরাহীম আঃ এর স্বপ্নের কাজ অনুযায়ী ঈদুল আজহার দিন  নিজ সন্তানের জন্য কোনো প্রানী কুরবানী করতে পারেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by
জাযাকাল্লাহ ।

হুজুর আরেকটা কথা বলা হয়নি,,,
ছোট ভাই জন্মের আগে আম্মা নিয়্যাত করেছিল, ছোট ভাইরে হাফেজ বানাবে । কিন্তু এখনো হাফেজিয়াতে ভর্তি করি নাই,,,তবে অতি শীঘ্রই ভর্তি করাবো ।
by
আসসালামু আলাইকুম শায়েখ।
আমি গত রাতে স্বপ্নে আমার মেয়েকে জবেহ করতে দেখেছি,জবেহ করার পর  তাকে দেখতে আরো বেশি সুন্দর লাগছিলো,বয়স ২
দ বছর,ওর আকিকা দেওয়া হয়নি,এবং গতরাতে আমরা আলোচনা করছিলাম মাদ্রাসায় পড়াব নাকি জেনারেলে।আমরা আল্লাহর পথে চলার চেষ্টা করি।

জোরহাত করে বলছি,দয়া করে আমাকে একটু বলুন এ স্বপ্ন দ্বারা কি বোঝাতে চেয়েছেন আল্লাহ,নাকি এটা নিছকই স্বপ্ন।ও বিয়ের আট বছর পর হয়েছে,খুবই ভালোবাসার।আমাদের কোরবানি করার সামর্থ্য ও ততটা নেয়।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...