১।আসসালামু আলাইকুম। হুজুর আমার ওয়াসওয়াসা হল আমি শুনেছি যে একজন আলেম যিনি মুফতি ও মুহাদ্দিস তিনি বলেন ওয়াসওয়াসা রুগিত তলাক্ব হবে না যদি সেচ্চায় মুখ দিয়ে বলে তবুও।কিন্তু আমাকে কিন্তু আলেম বলতাছে ওয়াসওয়াসা রুগির বিবাহ যেহেতু হয় তাই তলাক্ব ও হবে। যেমন একজন পাগলের বিয়েও ডিভোর্স একটা কবুল হয় না।এখন আমার কাছে মনে হয় এটা ভুল ফতোয়া। কিন্তু তবুও আমি যদি এই ফতোয়া আমার সুবিধার জন্য মানি আমার কি গুনাহ হবে?বা যদি এই ফতোয়া কখন ভুল হয় আল্লাহ আমাকে পাকড়াও করবে?
২।আর যদি আমি এমন মনোভাব পোষন করি যে আমি আজ থেকে হানাফি মাজহানের এই মুফতি কে মানিব যেহেতু উনি মুহাদ্দিস মুফতি এবং দলিল দুয়ে ফতোয়া দেয়।এবং তাআনলে আমার সুবিধা হয়।তাই তার দেয়া বেশির ভাগ ফতোয়া আমার কাছে সব আলেমদের সাথে মিলে গেলে যদি দুই একটা ফতোয়া বেশির ভাগ আলেম বিরুধি হয় এবং আমার কাছে ভুল মনে হয় শুধু মাএ তাকে তাকে অনুসরণ করার জন্য এবং সে দলিল।দিয়ে ফতোয়া দিলে তার দলিল দুর্বল মনে হলেও৷ আমি তা পালন করলে কিছু ক্ষেত্রে সুবুধা বা অসুবিধা পাই তবুও যদি আমি তা পালন করি আমার কি গুনাহ হবে?