আসসালমুআলাইকুম হুজুর,
১. হুজুর আমার স্ত্রীর সঙ্গে একটু ঝামেলা হয়, দিয়ে স্ত্রী আমাকে আদর করে রাগ ভাঙ্গানোর জন্য দুই হাত দিয়ে আমাকে স্পর্শ করতে গিয়েছে, আমি রাগ করে স্ত্রী কে সরিয়ে দিয়েছি , আমি মুখে কোনো কথা বলিনি এর জন্য কি তালাক হবে?
২. স্ত্রী যখন আমাকে স্পর্শ করতে এসেছিল তখন আমার খুবই রাগ হয়ে জাই আমি তাকে হাত দিয়ে সরিয়ে দিয়েছি। হুজুর আমি তাকে হাত দিয়ে সরানোর সময় যদি তালাক এর নিয়ত থাকে তাহলে কি তালাক হবে? । কিন্তু মুখে কোনো কথা বলিনি এর জন্য কোনো তালাক হবে না তো? হাত দিয়ে সরানোর সময় যদি তালাকের নিয়ত থাকে তাহলে কি তালাক হবে? মুখে কোনো কথা বলিনি।
৩. হুজুর দিয়ে স্ত্রীর সঙ্গে সমস্ত ঘটনা বললাম এর জন্য কোনো তালাক হবে না তো?
৪. হুজুর আমার স্ত্রীকে একটা কাজ করতে নিষেধ করছি, সেই সময় মনে মনে সর্ত তালাক এর ভাবনা হচ্ছে, আমি মুখে উচ্চরণ করিনি। স্ত্রী যদি এখন যদি সেই কাজ করে তাহলে কি তালাক হবে? আমি মুখে উচ্চরণ করে কিছু বলিনি মনে মনেই হয়েছে।
৫. হুজুর আপনাদের কে বললাম এর পর যদি সেই কাজ করে তাহলে কি তালাক হবে?
৬. হুজুর আমার শাশুড়ি ভাত খেতে ডাকছে দিয়ে আমি বলছি আমি ভাত খাবো না। দিয়ে সঙ্গে সঙ্গে ভয় হয়ে জাই, কেনিয়া বাক্য হয়ে গেলো বলে এর জন্য কোনো তালাক হবে না তো?
, দিয়ে শয়তানের ওয়াসওয়াসা তে মনে হচ্ছে আমি সত্যি সত্যি কেনিয়া বাক্য বলেছি এই রকম মনে হচ্ছে খুব ভয় হচ্ছে এর জন্য তালাক হবে না তো? এটা কি কেনিয়া বাক্য?