ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ-
(০১)
ক্ষমাশীল, ক্ষমতাবান।
তিনি বলেন: ‘বলুন, তোমরা পৃথিবীতে ভ্রমণ কর এবং দেখ, কিভাবে তিনি সৃষ্টিকর্ম শুরু করেছেন, অতঃপর আল্লাহ পুনর্বার সৃষ্টি করবেন। নিশ্চয়ই আল্লাহ সর্বশক্তিমান’ [আনকাবুত ২৯/২০]
অন্যত্র তিনি আরো বলেন: ‘আল্লাহ প্রত্যেক চলন্ত জীবকে পানি দ্বারা সৃষ্টি করেছেন। তাদের কতক বুকে ভর দিয়ে চলে, কতক দুই পায়ে ভর দিয়ে চলে এবং কতক চার পায়ে ভর দিয়ে চলে। আল্লাহ যা ইচ্ছা সৃষ্টি করেন। নিশ্চয়ই আল্লাহ সব বিষয়ে সর্বশক্তিমান’ [নূর ২৪/৪৫]
আল্লাহ আরো বলেন: ‘নভোমন্ডল, ভূমন্ডল এবং এতদুভয়ে অবস্থিত সবকিছুর আধিপত্য আল্লাহরই। তিনি সব কিছুর উপর সর্বশক্তিমান বা ক্ষমতাবান’[মায়েদাহ ৫/১২০]
মহান আল্লাহ বলেন: ‘নভোমন্ডল ও ভূমন্ডলের রাজত্ব তাঁরই। তিনিই জীবন দান করেন এবং মৃত্যু ঘটান। তিনি সব বিষয়ে সর্বশক্তিমান’ [হাদীদ ৫৭/২]
মহান আল্লাহ বলেন: ‘সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আসমান ও যমীনের স্রষ্টা এবং ফেরেশতাগণকে করেছেন বার্তাবাহক। তারা দুই দুই, তিন তিন ও চার চার পাখা বিশিষ্ট। তিনি সৃষ্টির মধ্যে যা ইচ্ছা যোগ করেন। নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান’ [ফাতির ৩৫/১]
তিনি আরো বলেন: ‘নভোমন্ডল ও ভূমন্ডলে যা কিছু আছে সবই আল্লাহর পবিত্রতা ঘোষণা করে। রাজত্ব তাঁরই এবং প্রশংসা তাঁরই। তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান’ [তাগাবুন ৬৪/১]
বাহক অর্থঃ-
বহনকারী,সারথি,চালক ইত্যাদি।
সব কিছুর বাহক মানে সব কিছুর বহনকারী।
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
আল্লাহকে সবকিছুর বাহক বলা যাবেনা।
এই প্রশ্ন করার কারনে আপনার ঈমানের কোন সমস্যা হবেনা।
জানা মতে প্রশ্ন লেখার মধ্যে শাব্দিকভাবে কোন ভুল হয়নি।
(০২)
ক,
এক্ষেত্রে তাকফির করা হয়নি।
এর কারনে আপনার স্ত্রীর ঈমানের কোন সমস্যা হবেনা।
আপনি বলার পরও রাগের কারনে সেই কুফরি করেছে বলার কারনে তার ঈমানের কোন সমস্যা হবেনা।
খ,
এর কারনে আপনার স্ত্রীর ঈমানের কোন সমস্যা হবে,আপনার স্ত্রীর কোনো শিরক এর গুনাহ হবেনা।
(০৩)
এমনটি বলা যাবে,তবে এটি আসল সফলতা নয়।
(০৪)
তাহলে গুনাহ হবেনা।
এটি মুহাব্বতের বহিঃপ্রকাশ।
(০৫)
এক্ষেত্রেও গুনাহ হবেনা।
এটিও মুহাব্বতের বহিঃপ্রকাশ।
তবে বাস্তবে এমনটি করার অনুমতি শরীয়তে নেই।