আসসালামু আলাইকুম, দ্রুত উত্তর দিলে মুনাসিব হবে।
৩-৫ বছর এর বাচ্চা কে কিভাবে তাজবিদ শিক্ষা শুরু থেকে দিব, যদি বিস্তারিত বলতেন।আমি আলিম কোরস আইওএম এ পরতেছি।সেখানে যেভাবে পরেছি সেভাবেই কি পরাব নাকি অন্য ভাবে।কিছু টিপস সহ বললে মুনাসিব হত।
আমার খালার ছেলে বালেগ, ঘরে আমিই একজন মেয়ে যে মাহ্রাম নন মাহরাম পুরো পুরি মানার চেষ্টা করি।তো নতুন দিনে ফেরাতে পুরো পুরি না পারলেও চেষ্টা করি আলহামদুলিল্লাহ। সে মাদ্রাসায় পরে,এবং হাফেয,তো যখন সে আমাদের বাসায় আসে তখন আমি অর সামনে যাই না,পরিবারেও জানে এবং সাপোর্ট করে,কিন্তু সে সতর্ক থাকে না।হুটহাট আমার সামনে পরে যায়,দেখা যায় আমার স্মানে ভুলে এসে পরলেও অর চোখ সরায় না,অনবরত দেখতে থাকে,আমি জানি না এটা অ ইচ্ছে করে না কি অনিচ্ছায় করে,কিন্তু এরকম অন্বক বার হয়েছে,আমার প্রচুর কষ্ট হয় এসব, আমি মানতে পারি না,যতদিন সে থাকে একবার না একবার এরকম হয় ই। এক্ষেত্রে তার আমাদের বাসায় আসার করনীয় কি? আমি পরিপূর্ণ সতর্ক থাকার চেষ্টা করি, এমনকি সে আসলে আমার একদম সাথের রুমে তাকে রাখা হয়,আমার জন্য শুয়া বসা ঘরের কাজে অনেক কষ্ট হয়, তবুও আল্লাহর জন্য তা করি,কিন্তু এভাবে দিন শেষে সে যদি আমাকে এভাবে দেখেই ফেলে,,,, কি বলব।এখন তাকে ঘরে আসা মানা করে দেয়াটা কি ঠিক হবে নাকি অন্য কিছু করতে হবে।প্লিজ এমন কিছু উপদেশ দিন যেটা আমার হায়া লজ্জার ক্ষেত্রে খুব উপকারী হবে।ঘরের কাউকে বুঝাতে পারছি না,যেহেতু কেউ দীনদার না তেমন একটা।প্লিজ আমার হায়া লজ্জা আমার অবস্থার কথা বিবেচনা করে কিছু উত্তম ফতোয়া দিন।প্লিজ আমি এসব মানতে পারি না।আর যদি আমার এই বিষয় আরো কিছু জানতে চাই তাহলে কিভাবে এখানে কমেন্ট করে যদি বলতেন!!