আসসালামু আলাইকুম ওয়া রহমুতুল্লাহি ওয়া বারাকা তুহ্,, আমার কয়েকটি প্রশ্ন আছে,যেগুলো নিয়ে অনেক দিন থেকেই আমি ওয়াসওয়াসায় ভুগতেছি,,,
১)বাথরুমে প্রশ্রাব করা কি হারাম?? গোসল করতে গিয়ে যদি বাথরুমে প্রশ্রাব করি,তাহলে কি ধরনের গুনাহ হবে,আর সেটা যদি ইচ্ছাকরে হয়,অভ্যাস বসত,যেমন হায়েজ অবস্থায় থাকলে,সে কয়েকদিন,এমন টা হয়ে থাকে,,
২)প্রশ্রাব করার পর পানি দিয়ে পবিত্রতা অর্জনের সময়,যদি একটা আংগুল যোনির ভিতরে ঢুকিয়ে পরিস্কার করি,এমন টা হায়েজ অবস্থায় বেশি হয়ে থাকে,,এটা অনেক দিনের অভ্যাস বসত হয়ে থাকে,মাস্টারবেশন এর কোন নিয়ত ছিল না,, এমন কোন কিছু আমার মাথাতেও কখনো আসে নি,কিছু দিন আগে একটা বইয়ে পড়েছি,এমন করে নাকি মাস্টারবেশন করে,তাই আমি খুব ভয়ে আছি,তাহলে কি আমি না যেনে এতো দিন থেকে গুনাহ করলাম???
৩)ইমজি ব্যবহার করা যাবে?? এই ধরনের ইমজি গুলো??