ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
ইউটিউবে এডসেন্স ইনকাম সম্পর্কে এতটুকু বলা যায় যে,এখানে হালাল-হারাম সকল প্রকার জিনিষের এড শো হতে পারে,এর সম্ভাবনা রয়েছে।সর্বোচ্ছ ৫০০ ক্যাটাগরি পর্যন্ত এডকে ব্লক করা যায়,এর চেয়ে বেশী ব্লক করার অনুমোদন কর্তৃপক্ষ থেকে নেই।বিধায় তাকওয়ার দাবী হলো,এমন ইনকাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখা।(শেষ)
বিস্তারিত-https://www.ifatwa.info/6490
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
হালাল চ্যানেলে হোক বা হারাম চ্যানেল হোক, যত ভিউ হবে, এড কি আসবে তা তো আপনি জানেন না। তাই বর্ণিত পেশাটি সন্দেহপূর্ণ।আর সন্দেহজনক পেশা বা কাজ থেকে বিরত থাকাই তাকওয়ার দাবী।
হাসান ইবনে আলী রাযি থেকে বর্ণিত রয়েছে।
ﻭﻋﻦ ﺍﻟﺤَﺴَﻦِ ﺑﻦ ﻋَﻠﻲٍّ ﺭﺿﻲَ ﺍﻟﻠَّﻪُ ﻋﻨﻬﻤﺎ ﻗَﺎﻝَ : ﺣَﻔِﻈْﺖُ ﻣِﻦْ ﺭَﺳُﻮﻝ ﺍﻟﻠَّﻪِ ﷺ : « ﺩَﻉْ ﻣَﺎ ﻳَﺮِﻳﺒُﻚَ ﺇِﻟﻰ ﻣَﺎ ﻻ ﻳﺮِﻳﺒُﻚ » ﺭﻭﺍﻩُ ﺍﻟﺘﺮﻣﺬﻱ ﻭﻗﺎﻝ : ﺣﺪﻳﺚٌ ﺣﺴﻦٌ ﺻﺤﻴﺢٌ
তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাঃ কে বলতে শুনেছি।তিনি বলেন,সন্দেহ যুক্ত জিনিষকে পরিহার করে সন্দেহমুক্ত জিনিষকে গ্রহণ করো।(সুনানু তিরমিযি-২৪৪২)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যেহেতু উম্মাহর কল্যাণে আপনি নিয়োজিত রয়েছেন, তাই আপনি গরীব দেখে এমন লোকদেরকে কাজে নিয়োগ দিবেন,যারা যাকাত গ্রহণ করতে পারে। অতপর এডসেন্সে যাই আসবে, তা তাদেরকে গরীব হিসেবে দিয়ে দিবেন। তবে নিজে কখনো গ্রহণ করতে পারবেন না।আপনার জন্য গ্রহণ করা জায়েয হবে না। যাদেরকে নিয়োগ দিবেন, তাদের সাথে কথা বলে, এভাবে নিয়োগ দিবেন যে, এটা দ্বীনি কাজ, সুতরাং আপনার যদি স্বেচ্ছায় সম্পূর্ণ ফ্রিতে কাজ করতে রাজী থাকেন,তাহলে আমার সাথে কাজ করতে পারবেন। আপনাদের যাদের জন্য যাকাত গ্রহণ জায়েয,আপনাদেরকে এডসেন্স থেকে সময়ে সময়ে কিছু দেয়া হতে পারে। তবে এ দেয়ানেয়ার সাথে কাজের কোনো সম্পর্ক নাই।কাজ সম্পূর্ণ ফ্রিতেই করতে হবে। অথবা নিজ পক্ষ থেকে কিছু মাসিক হাদিয়ার ব্যবস্থা করতে পারেন।