ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ইবনে উমার (রাঃ) থেকে বর্ণিত।
عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ: الْمُؤْمِنُ الَّذِي يُخَالِطُ النَّاسَ، وَيَصْبِرُ عَلَى أَذَاهُمْ، خَيْرٌ مِنَ الَّذِي لاَ يُخَالِطُ النَّاسَ، وَلاَ يَصْبِرُ عَلَى أَذَاهُمْ.
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ যে ঈমানদার ব্যক্তি জনগণের সাথে মেলামেশা করে এবং তাদের উৎপাত সহ্য করে সে যে ব্যক্তি মানুষের সাথে মেলামেশাও করে না এবং তাদের উৎপাতও সহ্য করে না, তার চেয়ে উত্তম (তিরমিযী, নাসাঈ, ইবনে মাজাহ, আহমাদ)।(অাল আদাবুল মুফরাদ-৩৮৯)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনি কষ্ট সহ্য করে সংসার করেছেন, সেজন্য অবশ্যই আল্লাহ আপনাকে প্রতিদান দিবেন। আপনার স্ত্রীর দ্বীনি জ্ঞান কম,সেজন্য সে স্বামীর মর্যাদা বুঝতেছেনা। ইসলাম স্বামীকে কতটুকু মর্যাদা দিয়েছে, সেই জিনিষটাতো তাকে জানতে হবে।
তাই আপনি আপনার স্ত্রীকে নিজ দায়িত্বে iom এ ভর্তি করে দিন।ইনশা'আল্লাহ, উপকার হবে।আল্লাহ আমাদের সবাইকে দ্বীন বুঝার ও মানার তাওফিক দান করুক।আমীন।