বিবাহের উদ্দেশ্যে দুইজন বালেগ সাক্ষীর সামনে ছেলে মেয়েকে প্রস্তাব দেয় তুমি কি আমাকে স্বামী হিসেবে মেনে নিতে রাজী সে কবুল বল্লো
এবং ছেলেটিও বল্লো আমি তোমাকে স্ত্রী হিসেবে মেনে নিলাম কবুল। সাক্ষী দুজন কবুল শুনেছে।
প্রস্তাবে দেনমোহরের কথা উল্লেখ করা হয়নি এবং খুতবা দেওয়া হয়নি।
বিয়ে কি হয়েছিলো?
বি.দ্র. তারা বিভিন্ন অনলাইন মাধ্যমে এবং কিছু হুজুরের সাথে কথা বলে এইটুকুই জানত গুনাহ থেকে বেচে থাকার জন্য ই বিয়ে না জানিয়ে করা। তাদের মধ্যে শারীরিক কিছু ছিলো না।
মেয়েটি মারা গেছে তো তারা কি এখন জান্নতে একসাথে হয়ার আশা করতে পারে?