ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
বিনা কারণে তালাক আবেদন কারী মহিলা সম্পর্কে রাসূলুল্লাহ সাঃ বলেন,
ﺃَﻳُّﻤَﺎ ﺍﻣْﺮَﺃَﺓٍ ﺳَﺄَﻟَﺖْ ﺯَﻭْﺟَﻬَﺎ ﻃَﻼَﻗًﺎ ﻓِﻰ ﻏَﻴْﺮِ ﻣَﺎ ﺑَﺄْﺱٍ ﻓَﺤَﺮَﺍﻡٌ ﻋَﻠَﻴْﻬَﺎ ﺭَﺍﺋِﺤَﺔُ ﺍﻟْﺠَﻨَّﺔِ . ‘
যে মহিলা বিনা কারণে তার স্বামীর নিকটে তালাক্ব চায়, তার জন্য জান্নাতের সুগন্ধিও হারাম’।
[আবুদাউদ হা/২২২৬; তিরমিযী হা/১১৮৭; ইবনু মাজাহ হা/২০৫৫; মিশকাত হা/৩২৭৯, সনদ ছহীহ।].
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
প্রশ্নের বিবরণ অনুযায়ী যেহেতু এখানে যথেষ্ট কারণ রয়েছে, বে-দ্বীনি ইত্যাদির কারণে স্ত্রী প্রথমে স্বামীকে সংশোধন হওয়ার আহবান করবে। স্বামী সংশোধন না হলে, মহর মাফ করে দিয়ে বা ফিরিয়ে দিয়ে এমনকি প্রয়োজনে আরো অতিরিক্ত কিছু মালের বিনিময়ে স্বামীকে খোলা তালাক দিতে বলবে।এই প্রস্তাবে স্বামী রাজী না হলে তখন স্ত্রী কাজী বা কোর্টের মাধ্যমে স্বামীকে তালাক দিতে বাধ্য করতে পারবে।এক্ষেত্রে স্ত্রীর কোনো গোনাহ হবে না।
"اذا تشاق الزوجان و خافا ان لايقيما حدود الله فلا بأس بان تفتدي نفسها منه بمال يخلعهابه، فاذا فعلا ذلك وقعت تطليقة بائنة، ولزمها المال".
-الفتاوى الھندیة: (كتاب الطلاق، الباب الثامن في الخلع، 519/1، ط: قديمي)