আসসালমুআলাইকুম হুজুর,
১. হুজুর আমার সম্পর্কের এর এক নানাজী সে গরীব মানুষ, সে বলছে সে বাড়িতে ছাগল পালন করে। সে তার পালন করা ছাগল কুরবানী করে , দিয়ে সে বলছে এবার তার ছাগল কুরবানী আছে। দিয়ে সে আমাকে বলছে """"""বাড়িতে ছাগল পালন করলে এই জ্বালা টা কমে তাই বলছে,""""" তার মানে সে হয়ত বোঝাতে চেয়েছে টাকা দিয়ে আবার কুরবানী কিনতে হয়না, বা অন্য কিছু আমি সেটা জানিনা। , দিয়ে আমি বললাম ,"" হ্যাঁ সত্যি তাই, বাড়িতে ছাগল পালন করলে এই টা একটা সুবিধা।"""
হুজুর এই কথপো কথন হয়। দিয়ে আমার ভয় হয়ে জাই , হুজুর আমি কুরবানী নিয়ে কুটুক্তি করিনি , আমার নানাজি বললো """"""বাড়িতে ছাগল পালন করলে এই জ্বালা টা কমে"""" হুজুর এই কথাটা শুনে আমি বললাম ,"" হ্যাঁ সত্যি তাই, বাড়িতে ছাগল পালন করলে এই টা একটা সুবিধা।""" তার পর থেকে ভীষণই ভয় হয়ে যাচ্ছে । মানে সে বললো জ্বালা টা কমে দিয়ে মনে হচ্ছে কুরবানী কে নিয়ে কুটুক্তি হয়ে গেলো নাকি , এই বলে খুবই ভয় হচ্ছে, হুজুর এমনি আমি নরমালি কথা হয়েছে। এর জন্য আমার বা নানার ঈমান চলে যাবে না তো?
২. এই সব ঘটনা আমি আমার স্ত্রী কে বললাম , সে বললো এই কথা তে কিছু হবে না, আর তোমার নানা তো ঠিকই বলেছে তাই বললো। হুজুর আমার স্ত্রীর ঈমান ঠিক আছে তো? ঈমান চলে যাবে না তো?
৩. হুজুর আমার বাবা একজন ডাক্তার । আমার স্ত্রীর সঙ্গে ফোনে কথা হচ্ছিলো, দিয়ে বলছে আব্বা কি করছে , দিয়ে আমি বললাম , কুরবানীর মাংস করছে, দিয়ে আমি বললাম আব্বা এখন মাংস করছে এখন ও কোনো রুগী তে ফোন করেনি তাই মাংস করছে, দিয়ে আমার শাশুড়ি মজা করে বলছে , লোকে সব মাংস রান্না করে খাওয়া দাওয়া করলে তার পর তো রুগী হবে, মানে গ্যাস , বদ হজম এই সব হবে তাই বলতে চেয়েছে।
হুজুর দিয়ে আমার ভয় হয়ে গেলো এই কথার জন্য আবার ঈমান চলে যাবে না তো? হুজুর আমার স্ত্রীর , শাশুড়ির ঈমান ঠিক আছে তো??