ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
وَمَنِيُّ الرَّجُلِ خَاثِرٌ أَبْيَضُ رَائِحَتُهُ كَرَائِحَةِ الطَّلْعِ فِيهِ لُزُوجَةٌ يَنْكَسِرُ الذَّكَرُ عِنْدَ خُرُوجِهِ، وَمَنِيُّ الْمَرْأَةِ رَقِيقٌ أَصْفَر
পুরুষের মনি বা বীর্য হলঃ-যা সাদা গাঢ় একপ্রকার গন্ধমাখা পিচ্ছিল পানি যা উত্তেজনার সাথে আটকিয়ে আটকিয়ে বের হয়,এবং বের হওয়ার সাথে সাথে পুঃলিঙ্গ নেতিয়ে পড়ে,আর মহিলার বীর্য হল,পাতলা প্রায় হলুদ বর্ণের ।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
স্বামীর সাথে সহবাস ছাড়া অন্য মাধ্যমে কেউ যদি গায়ে কাপুনি দিয়ে উত্তেজিত হয়, এবং হলুদ বর্ণের কিছু বের হয়, তাহলে তার উপর গোসল ফরজ হবে না।
গোসল ফরজ হলে সে যদি গোসল করতে গিয়ে ফরজ গোসল করতে ভুলে যায় স্বাভাবিক গোসল করে, তাহলে সেইদিন সে নামাজ আদায় করতে পারবেনা। ফরজ গোসল করে আবার নামাজ আদায় করতে হবে।