আসসালামু আলাইকুম।
নিজের পরিবারের মানুষের সাথে অতীতের প্রকাশ্য গুনাহ নিয়ে কথা বললে কী গুনাহ হবে? যেমন: আমি যদি এরকম বলে থাকি,আগে আমি পর্দা না করে খুব খারাপ কাজ করেছি,ঠিকমত নামায না পড়ে অন্যায় করেছি,গান শুনেছি ইত্যাদি যেটা আমার পরিবার জানে এবং তাদের সামনেই এই কাজগুলো হয়েছে,এখন আফসোস থেকে যদি বলে থাকি।