১. আমার পরিবারের যদি কেও কোনো কথা বলে ঢ়া আমার কাছে কুফরী বলে সন্দেহ লাগে, আমি যদি এই বক্তব্য কুফরী কিনা তা খোজা না করি, বা খোজ করতে বিলম্ব করি, তবে কি কুফর হবে?
২. দেশের সেকুলার রাজনৈতিক দলের নেতা তাদের দলীয় একটি মিছিলের ছবি পোস্ট করবেন তাই একজন কে তার জন্য একটি ক্যাপশন লিখে দিতে বলেন। যে লিখে দিবে, সে ভাবতেছিলো, এটা লিখে দেয়া কি কুফরী হবে? পরে ভাবল হওয়ার তো কথা না, গুনাহ হবে কিন্তু না দিলে হয়তো সেই লোক সমস্যা করতে পারে, আবার একটু সময়ের জন্য এটাও ভাবলো, সে ক্যপশন লিখে দিয়ে কলিমা পাঠ করে নিবে। যদি কুফরী হয়েও যায় তার ইমান নবায়ন হবে। তবে তার ইলম মতে একটি কুফরী হওয়ার কথা বা ভেবে ক্যাপশন লিখে দেয়, এতে কি কুফর হবে?
৩. একটি কিতাবে লেখা দেখেছিলাম, কেও যদি বলে ইলমের মজলিসে বসে কি লাভ, তবে সে কাফের হয়ে যায়।আমার কিছু ছাত্র মাদরাসায় পড়ে কিন্তু, জুয়া, লটারী, বা ফুটবল খেলা দেখে তাই তাদের একবার বলেছিলাম, তোমরা মাদরসায় পরে কি লাভ হলো!(উদ্দেশ্য ছিলো এসব হারামে জড়িত থাকছো, আমার মাদরাসার ছাত্র এটা খারাপ বিষয়)
এটা দেখে তো ভয় হচ্ছে আমার কি কুফর হবে এতে?
৪. কারো সামনে যদি তার, বন্ধুরা বলে " তুই তর বউকে তালা* দিয়ে দে" বা " তোদের কি তালা* হয়ে গেছে?" এসব শুনে কিছু না বলে হাসে,চুপ থাকে,এদিক ওদিক তাকায়, তবে কি তা পতিত হয়?
৫. আমার প্রায়ই বলেন ভালো কাজের আগে ওলি আউলিয়ার (মৃত) তাদের কাছে দোয়া চাইতে। উনার কথা হলে তারা কবরবাসী হলেও আমাদের জন্য দোয়া করতে পারবেন ৷
তার এই ধারনার জন্য কি তিনি কাফের হয়ে যাবেন?
৬. কেও যদি বলে "দিনের প্রথম কাস্টমার লক্ষি" এভাবে বললে কি কুফর হবে? অনেক মুসলিম ই এভাবে বলে ফেলে
৭. হানাফি মাজহাবে রুপাকে নেসাব ধরা হয়, এখন কেও যদি এই বিষয়ে পড়ার সময় বিরক্ত হয়ে ভাবে" এরা সব কিছু এতো কঠিন করে বলে কেনো" এতে কি কুফর হবে?
(অনেকে স্বর্নকে নেসাব ধরেতো, তাই)
৮. যারা রুপা নয় বরং স্বর্নকে নেসাব ধরেন, তাদের কি বলা যায়,গোমরাহ?ফাসেক?না কি অনয় কিছু?
৯. আমার বউ মেহেদী পড়িয়ে টাকা আয় করার জন্য এটি শিখছে। এখন যাদের পড়াবে স্বাভাবিক বেশিরভাগই পর্দা মাফিক চলবে না। কিন্তু তার কাজ তো বৈধ,মেয়েদের মেহেদী লাগানো। হাদীসেও নির্দেশনা আছে। তারা পর্দা করলো কি না তা আমার বউ এর হিসাবে তো আসছে না। তার এই কাজ কি জায়েজ হবে?ইনকাম হালাল হবে?
১০. কেও যদি উক্ত লজিকে এই আয় কে হালাল বলে এতে কি সে, কাফের হবে?বা গুমরাগ হবে?