আসসালামু আলাইকুম
১।। আমার স্বামী অন্য বিবাহিত মহিলার সাথে কথা বলে,,তাই আমি এটা পছন্দ করি না।।তখন স্বামী বলে তোমার যদি সন্দেহ হয় তাহলে কথা বলে কেন।। যদি সন্দেহ হয় তাহলে তো আমার সাথে কথা বলাই উচিত না,,,তখন আমি বলি কথা বা বললে তো সংসার বাদ দিতে হবে,,পরকীয়ার কারণে এভাবে একজনকে ছেড়ে অন্য জায়গা বিয়ে করবো,,তরপর সেও পরকীয়া করবে তখন তাকেও ছাড়বো,,এভাবে কি একজনের পর একজনকে বিয়ে করবো নাকি,,,,তখন আমার স্বামী আমাকে বলে হুম আমি যদি মনে করতাম আমার বউ পরকীয়া করে তাহলে তো তার সাথে আমি সংসার করতাম না/ করবো না ((করতাম না নাকি করবো না বলছে মনে করতে পারছি না))পরে সকালে আমও জিজ্ঞেস করছি আপনি তো আমার সাথে সংসার করবেন না,,,তখন আমার স্বামী বলে আমি তোমার সাথে সংসার করবো না সেটা বলি নি,,,তুমি আমাকে সন্দেহ কর তাই বলছি সংসার করো কেন আমার সাথে,,সে বুঝাতে চেয়েছে আমি তাকে যেহেতু সন্দেহ করি তাহলে তার সাথে সংসার করি কেন,,সংসার ও করবো সন্দেহ ও করবো দুইটা একসাথে হতে পারে না,,,এটা বুঝাতে গিয়ে স্বামী বলছে আমার যদি মনে হতো আমার বউ পরকীয়া করে তাহলে তার সাথে সংসার করতাম না।।তখন আমি বলছি তাহলে করো কেন সংসার,,,তখন স্বামী বলে আমার তো তোমার সাথে সংসার করতে কোন সমস্যা নেই,,,সমস্যা তো তোমার,,,,, তার তালাকে নিয়ত ছিল না।।।,হুজুর এতে কি বিবাহে সমস্যা হবে।
২।।।স্ত্রী যদি বলে তালাক দিয়ে দেন তখন স্বামী বলে আমি কেন দিব।।।তারপর স্ত্রী বলে যদি না দেন তাহলে তালাকের অধিকার দেন তাহলে আমি নিজের উপর তালাক দিয়ে নিব,,,তখন স্বামী বলে তোমাকে তালাকের অধিকার দিলে মিনিটে তালাক দিবা।।তারপর স্ত্রী বলে আপনি দিয়ে দেন আমাকে তালাকের অধিকার তাহলে আমি আপনাকে তালাক দিব।। তখন স্বামী বলে ওকে দাও,, এটা বলে স্বামী কল কেটে দিছে,, তখন আবার আমি কল দিছি,তখন স্বামী বলে কল কেন দিছ তুমি তো সিদ্ধান্ত নিয়ে নিছ,,আমার মনে হচ্ছে সে দাও বলছে,,, কিন্তু একটু পর মনে হচ্ছে ঠিকাছে দাও বলছে নাকি দিও বলছে সঠিক মনে নেই।।।স্বামীকে জিজ্ঞেস করলাম সেও বলে কোনটা বলছে সে মনে করতে পারছে না,,,অনেকক্ষণ পরে আবার জিজ্ঞেস করছি কিন্তু বললো মনে করতে পারছি না।স্ত্রী বলে আপনার পরিবারের সাথে কথা বলেন,,আর আমি আমার পরিবারের সাথে কথা বলবো।।তখন স্বামী বলে আমার কারো সাথে কথা বলার দরকার নাই আমার সিদ্ধান্ত আমি নিতে পারি,,,তখন আমি বলছি আমি তো একা বিয়ে করি নি তাই আপনার পরিবারের সাথে কথা বলেন,,তখন স্বামী বলে আপনি আপনার পরিবারের সাথে কথা বলে আমাকে জানাবেন আমরা যাব।।।তারপর স্ত্রী বলে আমাকে ডিভোর্স পেপার রেডি করে দেন তখন স্বামী বলে আমি কেন রেডি করে দিব আপনার ইচ্ছে হলে আপনি ব্যবস্থা নিতে পারেন,,,,,পরে আমি স্বামীকে জিজ্ঞেস করছি আপনি কি সারাজীবন এর জন্য অধিকার দিছেন তখন স্বামী বলে না শুধু এই সময়ের জন্য দিছি।।।।সারা জীবন এর জন্য অধিকার দেয় নি
হুজুর এতে কি সারাজীবন এর অধিকার দেওয়া বুঝায়।।। আর আমি যে বলছি আপনি আমাকে অধিকার দিয়ে দেন তাহলে আমি নিজের উপর তালাক নিয়ে নিব এতে কি তালাক হবে।।এই দুইটা ঘটনা কালকের।।।কিন্তু হুজুর আমার এবিষয়ে কথা বলার পর সন্দেহ হয় কথাটা কিভাবে বলছে।।সবসময় আমি কনফিউজড হয়ে যায় কিভাবে বলছে কথাটা,,মনে করতে পারি না,,,স্বামীকে এবিষয় আগে অনেক জ্বালাইছি তাই সেও এখন রেগে যায় তাকে ুবিষয়ে কিছু জিজ্ঞেস করলে
৩।।স্বামী যদি স্ত্রীকে বলে তুই করে বললে সম্পর্ক শেষ,, পরে একদিন স্ত্রী বলে তুই করে বললেই সম্পর্ক শেষ তখহ স্বামী বলে হুম।।স্ত্রী কেন তুই বলবে,,স্ত্রী কে সাজিয়ে রাখার জিনিস সে কেন তুই বলবে।।। একদিন ঝগড়া করে স্বামীকে আমি তুই করে বলছি,৷ বাট স্বামী এটা শুনে নি,,,,পরে স্বামীকে আমি জিজ্ঞেস করি তুমি যে বললা তুই করে বললেই সম্পর্ক শেষ এটা কি তালাকের নিয়তে বলছো যে আমি তুই বললেই তালাক দিয়ে দিবা।। তখন স্বমাী বলে না,,তোমাকে ভয় দেখানোর জন্য বলছি যাতে তুমি তুই করে না বলো।।আমি তালাকের নিয়তে বলিনি।,,আমি বললাম আপনি তালাকের নিয়তে বলছেন,,তখন স্বামী বলে আমার থেকে কি তুমি বেশি জানো,,আমি কি বিয়ে করছি তালাক দেওয়ার জন্য,,,আমি সম্পর্ক শেষ বলছি তোমাকে ভয় দেখানের জন্য যাতে তুই করে না বলো।। কালকে আবার তুই করে বলার পর স্বামীকে জিজ্ঞেস করছি সম্পর্ক যে শেষ বলছে এটা কি তালাকের নিয়তে বলছে।।স্বামী বলে না কেন নিয়ত ছিল না।।এতে কি তালাক হবে।।
৪।।স্ত্রী তালাকের মাসালা বুঝানোর সময় স্বামী বলছে,, স্বামী যদি বলে তোমাকে তালাক দিলাম তাহলে তালাক হয়ে যাবে।।।তখন স্বামী বলে- আমি কি তোমাকে তালাক দিলাম বলছি? একটু পরেই স্ত্রী মনে হচ্ছে স্বামী কথাটা কিভাবে বলছে তাই স্ত্রী নিজে নিজে বলছে - আমি তোমাকে তালাক দিলাম এভাবে বলছি আমি? নাকি আমি কি তোমাকে তালাক দিলাম বলছি?কোন ভাবেই মনে করতে পারছে না।।।তাই স্ত্রী স্বামীকে জিজ্ঞেস করলো তখন স্বামী বলছে -আমি কি তোমাকে তালাক দিলাম বলছি নাকি?৷ এভাবে নাকি বলছে।।।
এখন হুজুর যেভাবেই বলুক সে আমাকে উদ্দেশ্য করে বলে নি,, আমি মাসালা বুঝাচ্ছিলাম তাই সে আমাকে বলছে আমি তো এটা বলি নি।। এতে কি সমস্যা হবে
৫।।স্ত্রী যদি স্বামীকে বলে আচ্ছা আমি কি তোমাকে বলছি এসব কথা বললে আমি তোমার জন্য হারাম হয়ে যাব,,,,তখন স্বামী বলে না।।।।এভাবে আমার বলাতে কি কোন সমস্যা হবে।
আমার খুব টেনশন হয় স্বামী আমাকে নরমাল কোন কথা বললেও আমার মনে হয় তালাক হয়ে গেছে,, এতে করে স্বামী আমার উপর বিরক্ত হয় মাঝে মাঝে।।কিছু একটা বললেই সারাক্ষণ তালাকের মাসালা পড়তে থাকি।।।স্বামীকে কিছু জিজ্ঞেস করলেও সে বিরক্ত হয়।।আর আমার মনে থাকে না তখন স্বামীকে বলি তুমি কথাটা কিভাবে বলছো।।তখন স্বামী বলে তুমি আমার কথা রেকর্ড করে রেখ যাতে পরে শুনতে পারো।।।নয়ত খালি সন্দেহ করো।।।।