বিসমিহি তা'আলা
জবাবঃ-
স্বামীর সামর্থ্যানুযায়ী স্ত্রীকে মানসম্মত বাসস্থান এবং মানসম্মত দৈনিক অন্য এবং প্রয়োজনীয় বস্রর ব্যবস্থা করে দেয়া স্বামীর উপর ওয়াজিব।
এ ওয়াজিব আদায় করার পর স্বামী নিজে যেকোনো খাবার গ্রহণ করতে পারে,বা যেকোনো ধরণের হালাল পোষাক পড়তে পারে।
এতে কোনো বিধিনিষেধ নেই।
জাযাকাল্লাহ।
উত্তর লিখনে
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ, IOM.