আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,আমার বাসা গ্রামে এবং আমার একজন নিকটাত্মীয় গ্রামের লোকাল লিডার(মেম্বার),তার কাছে বিভিন্ন সময় সাধারণ মানুষকে সাহায্যের জন্য ত্রান আসে।এবার ৭০০চাল দেওয়ার নাম আসছে,যেহেতু নিকটাত্মীয় তাই আমাদেরকেও দিয়েছে।আমরা তার ওয়ার্ডের না।এবং আমরা একেবারেই অসহায় না।আলহামদুলিল্লাহ নিম্ন মধ্যবিত্ত।আমার বাবা নেই,আমার ভাই সংসারের দ্বায়িত্বে আছেন,ভাইয়া নিতে না করলেও মা নিয়েছেন।আমিও না করেছি কিন্তু তিনি বলছেন এটা মুরগিকে খাওয়াবে,আর ৭০০নাম তো গ্রামের সবাইকেই প্রায় দিয়েছে।একটা গ্রামে তো এত মানুষও থাকে না,তাই আমাদের দিয়েছে।আমার প্রশ্ন হলো আমাদের জহ্য এই চাল নেওয়া হালাল হবে কিনা?যদি হারাম হয় আমি কিভাবে এটা বোঝাতে পারি।এটা যে হারাম সেটা সে মানতেই চাচ্ছেন না,বলছেন আমাদের অবস্থাও তো তেমন ভালো না।আমার পরিবারের জন্য অনেক খারাপ লাগে কারন আমি কিছু কিছু বিষয় তাদেরকে বোঝাতে পারি না,তারা নামাজ পড়ে,ইসলাম মানে কিন্তু কিছু ক্ষেত্রে যেমন লোন নিয়ে বাড়ি করা,এসব ক্ষেত্রে তারা বলে এটা ছাড়া আমাদের আর টাকা নেই,চলতে তো হবে,আমরা ছোট তাই বাস্তবতা বুঝি না।এক্ষেত্রে আমি আমার পরিবারের জন্য কি করতে পারি,যেহেতু বাবা নেই তাই টানাপোড়েনের উপরই চলতে হয়,আলহামদুলিল্লাহ।আমাকে প্লিজ সাহায্য করবেন,আমি স্টুডেন্ট,এই অবস্থায় আমি আমার পরিবারকে কিভাবে বোঝাতে পারি বা কি করতে পারি।আমার দ্বায়িত্বটা কি।।
জাযাকাল্লাহু খাইরান।