আসসালামু আলাইকুম
গতকাল আমি আর আমার স্বামী কথা বলতেছি।আমি চাকরী করি।।আমার স্বামী বলতেছে তোমাকে মাকে কত টাকা দিয়েছো,,আমি বললাম এতো টাকা তখন স্বামী বলে এতো কম কেন,,তখন আমি বললাম আমার মা তো আমার কাছে চায় নি,,আট বেশি টাকা দিলে আমি কিভাবে চলবো,,তারপর আমার ফুফু শ্বাশুড়ি বলতেছে তোমাদের তো ভাই নেই যা সম্পদ আছে সব তো তোমরাই পাবা,,এরপর আমি বললাম আমার মাকে এক টাকা দেওয়ার মতো কেউ নেই যা সম্পদ আছে আমার মা খেয়ে পড়ে মানুষকে দান করার পর থাকলে আমরা নিব,,,,আমার চাকরি টাকা নিয়ে আরো অনেক কথা হয়েছে।।।((((((আমার স্বামী তার ফুফুকে বলতেছে আমার মা তিনটা ভালো মেয়ের জামাই পাইছে,,,আরো বলছে বড় দুই বোনের জামাই কোটিপতি,,,, তখন আমি বললাম খালি আমার স্বামী কোন টাকা নেই।।।তখন আমার স্বামী বলে তোমার উচিত ছিল বড়লোক জামাই দেখে বিয়ে করা।।।এই কথাটা এই আলোচনার মধ্যেই হয়েছে কিন্তু আগে না পরে হয়ছে সেটা মনে নাই৷))))) আমি আমার স্বামীকে বলতেছি আমার ছোট বোন ও বলতেছে আমাকে কয়েকটা টাকা বাড়িয়ে দিলে কি হয়,,,,,তখন আমার স্বামী বলে তুমি দাও না কেন,,তুমি দিতে পারো না এটা তোমার ব্যর্থতা, আমি তো তোমার থেকে এক টাকা ও নেই না,,,তোমাকে তো ছাইড়া দিলাম,,,,,,,,,তখন আমি বললাম ছাইড়া দিলাম মানে,,তখন আমার স্বামী বলে আমি আর্থিকভাবে ছাইড়া দেওয়ার কথা বলছি,,তখন আমি বললাম তুমি তালাকের জন্য বলো নি,,তখন আমার স্বামী বলে তালাকের জন্য কেন বলবো আমি আর্থিকগত ভাবে ছাইড়া দিলাম তোমাকে এটা বুঝায়ছি,,, সে বুঝাতে চেয়েছে আমি চাকরী করি আমার থেকে এক টাকাও নেয় না এ বিষয়টা আমাকে ছাইড়া দিছে,, তারপরও আমি দিতে পারি না কেন আমার বোন কে।।।
তারপর আমার স্বামীকে আবার জিজ্ঞেস করছি ছাইড়া দিলাম তুমি কি তালাকের অর্থে ব্যবহার করেছো,,,তখন আমার স্বামী আমার তে তালাকের কথা মাথাতেই নেই,, তুমি এখন বলাতে মনে হয়েছে,,,ছাইড়া দিলাম কি শুধু তালাকের অর্থে ব্যবহার হয়,,অন্য কোন অর্থে কি বলে না,,,,তারপর বলে এখন তাহলে তোমাকে এই কথাটা বলাই যাবে না,,বললেই বলবা তালাকের জন্য বলছি কি না।।।
এখন আমার প্রশ্ন হলো আমার স্বামী তো বলতে পারতো আর্থিক ভাবে ছাইড়া দিলাম তোমাকে,, আমি তো এক টাকাও নেয় না,,,,,,,এভাবে না বলে আমার স্বামী বলছে আমি তো তোমার থেকে কোন টাকা পয়সা নেয় না,,তোমাকে ছাইড়া দিলাম।।। এভাবে বলাতে কি বিবাহে কোন সমস্যা হবে হুজুর
আমার কিংবা আমার স্বামীর কারো কিন্তু তালাকের চিন্তা মাথায় আসে নি এবং কোন ঝগড়া ও না,,,,স্বাভাবিক ভাবে কথা বলছিলাম।।।এতে কি তালাক হবে