আসসালামুয়ালাইকুম। একটা ব্যাপারে জানা খুব দরকার ছিলো। লেবার পেইনের শুরুর দিকে প্রথমে গাঢ় বাদামি বর্নের স্রাব এবং তারপর হালকা লাল বর্নের স্রাব এটাকে কি নিফাসের রক্ত ধরা হবে? ডেলিভারির অন্য লক্ষণগুলো তার মাঝে আছে। ডাক্তার বলেছেন, ১,২ দিনের মধ্যে ব্যাথা উঠে যাবে। যদিও ইতোমধ্যে তার অল্প অল্প করে ব্যাথা হচ্ছে। আর স্রাব অল্প অল্প করে ক্রমাগত যাচ্ছে। এক্ষেত্রে নামাজ, কুরআন তিলাওয়াত করা যাবে? নাকি বন্ধ রাখতে হবে।