ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
গোসলের ফরয ১১টি।
(১)মুখ ধৌত করা।
(২)নাক ধৌত করা।
(৩)সমস্ত শরীর একবার ধৌত করা।
وَحَدُّ الْمَضْمَضَةِ اسْتِيعَابُ الْمَاءِ جَمِيعَ الْفَمِ وَحَدُّ الِاسْتِنْشَاقِ أَنْ يَصِلَ الْمَاءُ إلَى الْمَارِنِ. كَذَا فِي الْخُلَاصَةِ-
গড়গড়া করে কুলি করার অর্থ হল, মুখের ভিতরের সমস্ত জায়গায় পানি পৌছা।আর ইস্তেনশাক্বের অর্থ হল, নাকের নরম স্থান পর্যন্ত পানি পৌছা।(ফাতাওয়ায়ে হিন্দিয়া-১/৬)
সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
পানি মুখে নিয়ে এমন ভাবে কুলি করতে হবে যে, মুখের ভিতর সমস্ত স্থানে পানি পৌছতে হবে।
নাকে ভিতরে যে নরম স্থান রয়েছে, সে স্থানে পানি পৌছাতে হবে।গড়গড়া আর নাকের নরম স্থান স্বচক্ষে দেখতে আপনার পাশের মসজিদের ইমাম সাহেব বা মুওয়াজ্জিন সাহেবের সাথে যোগাযোগ করলে ভালো হবে। কেননা তারা ব্যাবহারিক ভাবে দেখিয়ে দিতে পারবেন।