আসসালামু আলাইকুম।
আমার বিয়ে হয়েছে ৫ বছর। আর শ্বশুরবাড়িতে এসেছি ২মাস হলো। হাজবেন্ড প্রবাসী।
প্রেক্ষাপট১) আমার হাজবেন্ড(২৫ বছর) ছাত্র থাকার কারণে তার পড়াশোনা+থাকা-খাওয়াতেই প্রচুর টাকা ব্যয় হয়ে যায়। তবু সে তার বড় বোনের বিয়েতে ৪-৫ লাখ টাকা, প্রতিমাসে বাড়িতে কম হলেও ২০ হাজার(কখনো ৭০হাজার-১ লাখ) এরকম দেয় খাওয়ার খরচ+সব খরচ। তার ছোটো বোনকে মাদ্রাসায় রেখে পড়ায়,সেখানেও ৫ -৬হাজারের মতো খরচ করে প্রতিমাসে। তার বাবা একদম ফিট,সুস্থ মা শা আল্লাহ,কিন্তু কিছুই করেনা। তার মা-ও একদম কম বয়সী মহিলা।
প্রশ্ন ১⏭️⏭️সে যে এদের কারণে অকারণে এতো টাকা দিচ্ছে ,এসব কি তার জন্য ফরজ/ওয়াজিব❓❓❓
২)) আমি এদের বাড়িতে ২মাস, এই ২মাসে আমার শ্বাশুড়ি ২বেলায়ও পেট ভরে খেতে দেয়নি। আমার হাজবেন্ড সব দিচ্ছেন আলহামদুলিল্লাহ তবু তিনি আমার প্লেটে সবচেয়ে ছোট মাছ,সবচেয়ে ছোটো টুকরা,সবচেয়ে কম দেন। আমি ভালো ফ্যামিলির খেয়েপড়ে আসা মেয়ে। এরাও ভালো খায় কিন্তু আমাকে দেয়না।
★ আমি ১ মাসের গর্ভবতী আলহামদুলিল্লাহ। আমার জন্য আমার স্বামীর টাকায় এরা ১টা ডিমও এনে দেয়না খেতে।
★★ এদের বাড়িতে পানির ট্যাপ থাকা সত্বেও আমাকে টিউবওয়েল চেপে কাজ করতে জোর করে। যেখানে এসব ভারি কাজ ডাক্তারের নিষেধ।
★★★এরা আমার প্রেগন্যান্সিতে ডাক্তার দেখালে মারাত্মক কথা শোনায় প্রতিনিয়ত।
★★আমি কালো তবু আমার হাজবেন্ড আমাকে খুব ভালোবাসে আলহামদুলিল্লাহ, আমার হাজবেন্ড সুন্দর মা শা আল্লাহ। আমার শ্বাশুড়ি আমাকে দিনে ৪বেলা গায়ের রঙের খোটা দেয়,যা আমার প্রচন্ড কষ্ট হয়।
★★আমার বাবার বাড়ি থেকে বিয়েতে ১২ ভরি স্বর্ণ+৪লাখ+ টাকার ফার্নিচার দিয়েছে আব্বু, খুশি মনেই,কারণ আমার রঙ। তবু আমার শ্বশুর প্রতিনিয়ত আমার আব্বুকে ফকির বলে কটাক্ষ করে।
আমার অনেক ক্ষিধে লাগে। আমাকে খেতে দেয়না পর্যাপ্ত, সারাক্ষণ মাথা ঘুরে ক্ষুধায়।
প্রশ্ন ➡️ সে আমাকে আলাদা রাখেনা কারণ আলাদা রাখলে তার বাড়িতে টাকা এতো বেশি দিতে পারবেনা। আমার আর তার অনাগত সন্তানের জন্য তখন থাকা খাওয়াতে বেশি খরচ হবে।
প্রশ্ন ২⏭️⏭️) ছেলেদের বিয়ের পর নিজের স্ত্রী সন্তানের হক কতটা? বড় বোন,ছোটো বোনের দায়িত্ব তার নাকি বউ-বাচ্চার দায়িত্ব তার?
আমার স্বামী চাইলে আমাকে বিদেশে নিজের কাছে নিতে পারে,কিন্তু তার চাপ হয়ে যাবে।
প্রশ্ন ৩⏭️⏭️এরকম অবস্থায় আমার হাজবেন্ডের করনীয় কি ইসলামিক দৃষ্টিতে?
প্রশ্ন ৪⏭️⏭️বিয়ের পর কারোর সামর্থ্য না থাকলে বউ-বাচ্চার দায়িত্ব আগে নাকি তার মা-বাবা বোনদের দায়িত্ব আগে?