আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
130 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (50 points)
আসসালামু আলাইকুম। আমার দুইটি প্রশ্ন।

১. আমি এবং আমার বড় ভাই স্টুডেন্ট। আমি ফ্রিল্যান্সিং করি এবং চেষ্টা করি অনর্থক টাকা ব্যয় না করতে। কিন্তু আমার আম্মু এবং বড় ভাই খরচ করে থাকেন বেশি। উদাহরণস্বরূপ, আম্মু, বাসায় কোনো একটি জিনিস আছে, কিন্তু সৌন্দর্যের জন্য আরেকটি নতুন জিনিস কেনা(যা তেমন প্রয়োজনীয় না), বিভিন্ন জিনিস কেনা যেইগুলো শুধুমাত্র নিজের শখ পূরণের জন্য(যা তেমন প্রয়োজনীয় নয়), আবার ভাই, আজকে ইচ্ছে হলো বার্গার খেতে, বার্গার কিনে খাবে, কাল ইচ্ছে হলো বিরিয়ানি কিনে খেতে বিরিয়ানি কিনে খাবে, এরকম ভাবে বিভিন্ন খ্যাতের হয়ে থাকে এই খরচ গুলো। আর মাঝে মাঝে তার খরচ আমারো বহন করতে হয়।

আমি জানতে চাচ্ছিলাম, এইরকম খরচে পরিবারকে সাহায্য করা যাবে। পরিবারের এবং নিজের খরচের সীমানা কতটুকু/ মধ্যপন্থা কোনটি হবে? কি করলে কৃপণতা হবেনা আবার অপচয়ও হবে না, বিস্তারিত জানালে ভালো হতো।

২. আমি শুনেছিলাম জর্দা খাওয়া মাকরুহ/ কেউ কেউ বলেছেন হারাম। আমার পরিবারের কোনো সদস্য জর্দা কিনে আনতে বললে, অথবা, টাকা তারাই দিবে, আমি শুধু কিনে নিয়ে আসব, এইরকম সাহায্য করা যাবে? সরাসরি নাও করা যায় না সেইক্ষেত্রে।


ধন্যবাদ

1 Answer

0 votes
by (588,390 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
আল্লাহ্ তা‘আলা বলেন:
«وَلَا تُبَذِّرْ تَبْذِيْرًا، إِنَّ الْـمُبَذِّرِيْنَ كَانُوْا إِخْوَانَ الشَّيَاطِيْنِ، وَكَانَ الشَّيْطَانُ لِرَبِّهِ كَفُوْرًا»
‘‘কিছুতেই সম্পদের অপব্যয় করো না। কারণ, অপচয়কারীরা শয়তানের ভাই। আর শয়তান হচ্ছে তার প্রভুর অত্যন্ত অকৃতজ্ঞ’’।(ইস্রা/বানী ইস্রাঈল : ২৬-২৭)

আল্লাহ্ তা‘আলা আরো বলেন:
«وَلَا تُسْرِفُوْا، إِنَّهُ لَا يُحِبُّ الْـمُسْرِفِيْنَ»
‘‘তবে তোমরা (পোশাক-পরিচ্ছদ ও পানাহারে) অপচয় ও অপব্যয় করো না। কারণ, আল্লাহ্ তা‘আলা অপচয়কারীদেরকে কখনো পছন্দ করেন না’’।(আ’রাফ : ৩১)


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
অপচয় একটি আপেক্ষিক বিষয়। ব্যক্তি,পরিস্থিতি ও স্থান কাল ভেদে একই জিনিষ কারো জন্য অপচয় কিবেচিত হলেও ঐ জিনিষ অন্যজনের জন্য অপচয় হবে না। 

প্রশ্নে যা উল্লেখ করা হয়েছে,
নিজের প্রয়োজন অতিরিক্ত জিনিষ যা আপনা মা ক্রয় করেন। যদি ক্রয় করে এমনিতেই ফেলে রাখেন।দেখভাল না করেন।এবং পুরাতন জিনিষ কাউকে না দেন, তাহলে সেটা অপচয় হবে।তবে যদি উনি সঠিকভাবে দেখভাল করেন এবং পুরাতন জিনিষকে সদকাহ করে দেন, এবং উনার নিকট যথেষ্ট টাকা রয়েছে, এবং দান সদকাহ করতে কার্পণ্য না করেন,  তাহলে সেটা অপচয় হবে না।


আপনার ভাই যদি নিয়মিত এই সমস্ত খাবার খান, এবং উনি এজন্য ঋণ করেন, দান খায়রাত বা দ্বীন পালনে সচেষ্ট না হল, তাহলে এটা অপচয় হিসেবে বিবেচিত হবে। তবে মাঝেমধ্যে খেলে এবং পেঠভরে না খেলে এবং দানখয়তের মনমানসিকতা থাকলো তখন কিন্তু অপচয় হিসেবে বিবেচিত হবে না।

বিস্তারিত জানতে 


(২)
 জর্দা যেহেতু সমাজে মাদক হিসেবে স্বীকৃত নয়, এবং এটি খাওয়ার দ্বারা কোন প্রকার নেশাও হয় না।তাই এটা নাজায়েয বলা যাবে না।হ্যা, অযথা টাকার অপচয় বা দৃষ্টিকটু হওয়ার দরুণ পরিত্যাগ করাই শ্রেয়।

শারিরিক ক্ষতিকর জিনিষ খাওয়া হারাম।দুর্গন্ধযুক্ত জিনিষ আহার করা মাকরুহে তানযিহি।হাদীসে বর্ণিত নিষিদ্ধ সুকর বা নেশার অর্থ হচ্ছে এমন জিনিষ যা খেলে ব্রেইন আউট বা স্বৃথী শক্তিতে পরিবর্তন ঘটে।শারিরিক ক্ষতি হবে না সেই পরিমাণ পান চুন-জর্দা সহ খাওয়ার অনুমতি রয়েছে।তবে সম্পূর্ণরূপে পরিত্যাগ করা কতইনা উত্তম।(ফাতাওয়ায়ে মাহমুদিয়্যা-১৮/৩৮০-৪০৮)

এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/56235


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
কাউকে জর্দা ক্রয় করে না দেয়াই উত্তম। তবে দিলে এক্ষেত্রে কোনো গোনাহ হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (588,390 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে। 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...