ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
আল্লাহ্ তা‘আলা বলেন:
«وَلَا تُبَذِّرْ تَبْذِيْرًا، إِنَّ الْـمُبَذِّرِيْنَ كَانُوْا إِخْوَانَ الشَّيَاطِيْنِ، وَكَانَ الشَّيْطَانُ لِرَبِّهِ كَفُوْرًا»
‘‘কিছুতেই সম্পদের অপব্যয় করো না। কারণ, অপচয়কারীরা শয়তানের ভাই। আর শয়তান হচ্ছে তার প্রভুর অত্যন্ত অকৃতজ্ঞ’’।(ইস্রা/বানী ইস্রাঈল : ২৬-২৭)
আল্লাহ্ তা‘আলা আরো বলেন:
«وَلَا تُسْرِفُوْا، إِنَّهُ لَا يُحِبُّ الْـمُسْرِفِيْنَ»
‘‘তবে তোমরা (পোশাক-পরিচ্ছদ ও পানাহারে) অপচয় ও অপব্যয় করো না। কারণ, আল্লাহ্ তা‘আলা অপচয়কারীদেরকে কখনো পছন্দ করেন না’’।(আ’রাফ : ৩১)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
অপচয় একটি আপেক্ষিক বিষয়। ব্যক্তি,পরিস্থিতি ও স্থান কাল ভেদে একই জিনিষ কারো জন্য অপচয় কিবেচিত হলেও ঐ জিনিষ অন্যজনের জন্য অপচয় হবে না।
প্রশ্নে যা উল্লেখ করা হয়েছে,
নিজের প্রয়োজন অতিরিক্ত জিনিষ যা আপনা মা ক্রয় করেন। যদি ক্রয় করে এমনিতেই ফেলে রাখেন।দেখভাল না করেন।এবং পুরাতন জিনিষ কাউকে না দেন, তাহলে সেটা অপচয় হবে।তবে যদি উনি সঠিকভাবে দেখভাল করেন এবং পুরাতন জিনিষকে সদকাহ করে দেন, এবং উনার নিকট যথেষ্ট টাকা রয়েছে, এবং দান সদকাহ করতে কার্পণ্য না করেন, তাহলে সেটা অপচয় হবে না।
আপনার ভাই যদি নিয়মিত এই সমস্ত খাবার খান, এবং উনি এজন্য ঋণ করেন, দান খায়রাত বা দ্বীন পালনে সচেষ্ট না হল, তাহলে এটা অপচয় হিসেবে বিবেচিত হবে। তবে মাঝেমধ্যে খেলে এবং পেঠভরে না খেলে এবং দানখয়তের মনমানসিকতা থাকলো তখন কিন্তু অপচয় হিসেবে বিবেচিত হবে না।
বিস্তারিত জানতে
(২)
জর্দা যেহেতু সমাজে মাদক হিসেবে স্বীকৃত নয়, এবং এটি খাওয়ার দ্বারা কোন প্রকার নেশাও হয় না।তাই এটা নাজায়েয বলা যাবে না।হ্যা, অযথা টাকার অপচয় বা দৃষ্টিকটু হওয়ার দরুণ পরিত্যাগ করাই শ্রেয়।
শারিরিক ক্ষতিকর জিনিষ খাওয়া হারাম।দুর্গন্ধযুক্ত জিনিষ আহার করা মাকরুহে তানযিহি।হাদীসে বর্ণিত নিষিদ্ধ সুকর বা নেশার অর্থ হচ্ছে এমন জিনিষ যা খেলে ব্রেইন আউট বা স্বৃথী শক্তিতে পরিবর্তন ঘটে।শারিরিক ক্ষতি হবে না সেই পরিমাণ পান চুন-জর্দা সহ খাওয়ার অনুমতি রয়েছে।তবে সম্পূর্ণরূপে পরিত্যাগ করা কতইনা উত্তম।(ফাতাওয়ায়ে মাহমুদিয়্যা-১৮/৩৮০-৪০৮)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
কাউকে জর্দা ক্রয় করে না দেয়াই উত্তম। তবে দিলে এক্ষেত্রে কোনো গোনাহ হবে না।