আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
দয়া করে উত্তর দিবেন ইনশা আল্লাহ
আমি প্রায় ১ বছর ধরে মানসিকভাবে অসুস্থ, মাঝে মাঝে ঠিক থাকি আবার হঠাৎ করেই সমস্যা হয়, সাইকিয়াট্রিস্ট ও দেখানো হয়েছে।
আমি অত্যন্ত ধৈর্যশীল ছিলাম কিন্তু অসুস্থ হ‌ওয়ার পর আমার সমস্যা আমি হঠাৎ ই রেগে যাই, আমার মনের মতো কিছু না হলেই খুব জিদ উঠে, তখন নিজেকে আঘাত করতে ইচ্ছে করে, যত জীদ ওঠে তত মনে হয় নিজেকে খুব খারাপ ভাবে আঘাত করে করে শেষ করে ফেলি কিন্তু আল্লাহ কে ভয় করে নিজেকে মেরে ফেলতে পারিনা কিন্তু তখন ও দেখা যাচ্ছে আমি যেমন টা চাচ্ছি তেমন টা হচ্ছে না, ঐ মুহুর্তে আমার হাত পা অবশ হয়ে আসে, দম বন্ধ হয়ে আসে, হাত পা বেঁকে আসে, প্রচন্ড কষ্ট হয় তখন অন্যদের উপর আরো রাগ হয় কেন আমার কথা না শুনে আমাকে এমন কষ্ট দিচ্ছে।
এভাবে আমি আমার বাবা, মা, স্বামীর সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলি ঐ মুহুর্তে আমার কোন স্বাভাবিক চিন্তা থাকে না, মনে হয় সবাই কে মেরে ফেলি, নিজেও মরে যাই। পরে যখন আস্তে আস্তে স্বাভাবিক হ‌ই ওষুধ খেয়ে বা কান্নাকাটি করে তখন নিজের ব্যবহারের জন্য খুব অনুতপ্ত হ‌ই এসবের জন্য আমি খুব ই হতাশায় ভুগি।
গত পরশু আমার স্বামীর উপর একটা বিষয়ে রাগ হয়, এক পর্যায়ে আমার অন্যদিনের মতো জিদ চলে আসে আমি ডিভোর্স চাই, আর বলি যে আমার বাবা কে বলবো অন্য জায়গায় বিয়ে দিতে তাহলে আমি শান্তি পাবো। এভাবে আমি জিদ করতে করতে অসুস্থ হয়ে যাই, আমার মাথায় প্রচন্ড সমস্যা হচ্ছিলো তাই তাকে বারবার বলি যে আমি ডিভোর্স চাইলাম দিলে নাহ আমার মাথায় খুব কষ্ট হচ্ছে আমি এখন নিজেকে শেষ করে ফেলবো তখন সে আমাকে শান্ত করার জন্য বলে যে " আচ্ছা দিলাম যাও"
এভাবে আমি তাকে দিয়ে ৩ বার বলিয়ে নিয়েছি সে এক‌ই কথা বলেছে "আচ্ছা দিলাম যাও"
পরে যখন আমি স্বাভাবিক হয়েছি তখন আমি কি সর্বনাশ করে ফেলেছি বুঝতে পেরে তাকে বারবার বলতেছিলাম আমাদের তালাক হয় নি, আমি মরে যাবো তোমাকে ছাড়া, কিভাবে বাঁচবো।
আমি এমন বারবার তালাকের কথা বলি আর এবার উনি অনেক বেশি কষ্ট পেয়েছে তাই আমাকে ভয় দেখানোর জন্য, উনি না থাকলে আমি কেমন ফিল করবো বুঝানোর জন্য আমাকে বলেছে "এখন তো আর কিছু করার নেই, তুমি মুক্তি চেয়েছো পেয়েছো, যাও এখন তোমার বাবা কে বলো গা তোমার বিয়ের জন্য পাত্র খুঁজুক তুমি ও বুঝবা আমি কি ছিলাম, তুমি নন মাহরাম আমাকে আর মেসেজ দিও না।"
এগুলো আলাদা আলাদা মেসেজে বলেছে আমার বিভিন্ন মেসেজের উত্তরে। পরে আমি আবার অসুস্থ হয়ে পরলে তখন ও স্বীকার করেছে যে উনি "আচ্ছা দিলাম যাও" এটা তালাকের নিয়তে বলেনি শুধু আমি যেন আত্মহত্যা বা কিছু না করে ফেলি তাই আমাকে থামাতে বলেছে তার কোন রকম নিয়ত ছিল না আর সে জানতোও না এমন বললেও তালাক হতে পারে, বাকি যেসব কথা বলেছে আমি যেন ভবিষ্যতে আবার অসুস্থ হলে বা কোন সমস্যা হলে তালাক না চাই তাই ভয় দেখানোর জন্য বলেছে।
আমার স্বামী কেনায়া বাক্য সম্পর্কে কিছুই জানতো না, সে শুধু জানতো যে সরাসরি তালাক দিলাম বললেই তালাক হয়।
সে আমাকে বাঁচাতে আমাকে কেন তালাক দিলে না ষ, আমার মাথায় সমস্যা হচ্ছে আমি এখন নিজেকে শেষ করে ফেলবো এমন কথার উত্তরে বলেছে "আচ্ছা যাও দিলাম"
আর পরে আমার এমন আচরণে সে যে অনেক কষ্ট পায়, যেহেতু দূরে থাকে ভয় পায় তাই পরবর্তীতে আমি যেন এমন না করি তাই আমাকে ভয় দেখাতে "এখন তো আর কিছু করার নেই, তুমি মুক্তি চেয়েছো পেয়েছো, যাও এখন তোমার বাবা কে বলো গা তোমার বিয়ের জন্য পাত্র খুঁজুক তুমি ও বুঝবা আমি কি ছিলাম, তুমি নন মাহরাম আমাকে আর মেসেজ দিও না।" এমন বলেছে, কিন্তু সে জানতো না এসব কেনায়া বাক্য তার সামান্যতম আইডিয়া ও ছিলো না কেনায়া বাক্য সম্পর্কে তাহলে সে এসব উচ্চারণ করতো না, আর তার উদ্দেশ্য ও ছিলো শুধু আমাকে ভয় দেখানোর।
এখন আমি প্রচন্ড ভয় পাচ্ছি আমাদের কি সত্যিই তালাক হয়ে গেলো কি না? আমার স্বামী খুব কান্নাকাটি করছে সে বলতেছে সে এভাবেও তালাক হতে পারে জানতো না, শুধু আমাকে বাঁচাতে, শান্ত করতে আর পরে যেন এমন না করি তাই এমন টা বলেছে।
বি. দ্র. আমাদের এসব কথা মেসেজে হয়েছে। আর আমি সত্যি ই মানসিকভাবে অসুস্থ, ঐ সময়ে আমার নিজেকে শেষ করে দেওয়া ছাড়া আর মাথায় কিছু ই আসে না, মাথায় প্রচন্ড অসহ্য যন্ত্রণা হয় আমি সহ্য করতে না পেরে এমন করে ফেলেছি।
দয়া করে‌ একটু দ্রুত জানাবেন এ অবস্থায় ও কি আমাদের তালাক হয়ে গেছে?