আমার স্ত্রীর সাথে ঝগড়া হলে ও বলতে আমাকে ছেড়ে দিবে সে। কাবিনের টাকাও পরিশোধ করা লাগবে না। তারপর আমার ফ্যামিলিতে কিছুটাকা সে ধার দিয়েছে সে টাকাও মাফ করে দিবে। এখন ওর উত্তরে আমি কি বলতাম সেটা ভূলে গেছি। এখন আমি কি এরকম বলেছি কিনা , " আমি টাকা মাইরা খাবো না টাকা পরিশোধ করে দিবো " । মানে হচ্ছে যদি বলেও থাকি এর মানে এটা বুঝানো হয়ে থাকে যে যখন ছেড়ে দিবো তখন কাবিনের টাকাও পরিশোধ করে দিবো । এর কারনে কোন সমস্যা হবে কিনা?