আসসালামু আলাইকুম মুহতারাম,
আমার একটি প্রশ্ন ছিলো। প্রশ্নটি হচ্ছে,
কোন সুদখোর এর সাথে মিলে কোরবানী করা জায়েজ হবে? উল্লেখ্য তার কৃষি কাজের মাধ্যমে উপার্জনের পথ আছে। এবং সে ব্যাক্তি বলেছে তার সন্তান তাকে কোরবানির জন্য কিছু টাকা দিয়েছে। এমতাবস্থায় বোঝার উপায় নেই যে তার পুরো টাকা বৈধ কিনা। তবে এটুকু বলা যায় তার টাকার বেশিরভাগ অংশ বৈধ। যেহেতু তার সন্তান তাকে দিচ্ছে এবং তার কৃষি ক্ষেতের মাধ্যমে উপার্জন হচ্ছে বা পুরোটাও বৈধ হতে পারে (নিশ্চিত না)। এমতাবস্থায় করণীয় কি? তার সাথে মিলিত হয়ে কোরবানি করা জায়েজ হবে??