ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) মেয়েরা মেয়েরা কাজ করবে।মেয়েদের গ্রুপে ছেলেদের জন্য কাজ করা অনিরাপদ।হ্যা, যদি বাধ্য হয়ে মেয়েদের সাথে কাজ করতেই হয়, তাহলে ছেলে তার মাহরাম কোনো মহিলাকে মেয়েদের সাথে আলোচনা করতে বলবে।তারপর ঐ মাহরাম মেয়ের কাছ থেকে বুঝে কাজ করা যাবে।
(২)
জাবির ইবনে আবদুল্লাহ (রাঃ) বলেন,
عن جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ " مَاءُ زَمْزَمَ لِمَا شُرِبَ لَهُ " .
আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছিঃ যমযমের পানি যে উপকার লাভের আশায় পান করা হবে, তা অর্জিত হবে।(সুনানু ইবনি মা'জা-৩০৬২)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
জমজমের পানি যে কোনো কিছু চাওয়ার নিয়ত করে খেলে তা ইনশাআল্লাহ পূরণ হয় এমনটা হাদিস এসেছে। জমজমের পানি খাওয়ার সময় জান্নাত চাইতে পারবেন।
(৩)
শয়তানের আক্রমণ, বদ নজর থেকে বাঁচতে আপনাকে ঘরোয়াভাবে কিছু রুকইয়ার পরমার্শ দিচ্ছি,
(১)সকল প্রকার ফরয ওয়াজিব ইবাদত যত্নসহকারে পালন করা।এবং সকল প্রকার হারাম ও নাজায়ে কাজ হতে বেঁচে থাকে।
(২) অধিক পরিমাণ কুরআন তেলাওয়াত করা।
(৩)দু'আ, জায়েয তাবীয ও যিকিরের মাধ্যমে নিজেকে হেফাজতের চেষ্টা করা।
নিম্নোক্ত দু'আকে সকাল সন্ধ্যা তিনবার করে পড়া।
بِسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ، فِي الْأَرْضِ، وَلَا فِي السَّمَاءِ، وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ،
দেখুন- http://ifatwa.info/1093
প্রত্যক নামাযের পর ঘুমাইবার সময় এবং সকাল সন্ধ্যা আয়াতুল কুরসী পড়া।এবং ঘুমাইবার সময় ও সকাল সন্ধ্যা তিনবার করে সূরা নাস,সূরা ফালাক্ব ও সূরা ইখলাস তিনবার করে পড়া।এবং প্রতিদিন নিম্নোক্ত দু'আটি একশতবার করে পড়া।
لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيئ قدير،
প্রতিদিন সকাল সাতটা করে খেজুর খাওয়া।মদিনার খেজুর হলে ভালো(এলাজে কুরআনী-০৩)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/10103
(৪)
স্বপ্নদোষ থেকে বাঁচার কার্যকরী পদ্ধতি হল, আপনি অতিদ্রুত বিয়ে করে নিন। হ্যা আপনি বুকে উমর লিখে ঘুমাবেন।