ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
উরফুজা ইবনে আস'আদ রাযি থেকে বর্ণিত
عن ﻋﺮﻓﺠﺔ ﺑﻦ ﺃﺳﻌﺪ ﺃﻧﻪ ﻗﻄﻊ ﺃﻧﻔﻪ ﻳﻮﻡ ﺍﻟﻜُﻼﺏ، ﻓﺎﺗﺨﺬ ﺃﻧﻔﺎً ﻣﻦ ﻓﻀﺔ ﻓﺄﻧﺘﻦ ﻋﻠﻴﻪ، ﻓﺄﻣﺮﻩ ﺍﻟﻨﺒﻲ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻓﺎﺗﺨﺬ ﺃﻧﻔﺎً ﻣﻦ ﺫﻫﺐ
কিলাবের যুদ্ধে উনার নাক কর্তিত হয়ে যায়,তখন তিনি রূপার নাক তৈরী করে লাগিয়ে নেন।কিন্তু উক্ত নাকে দুর্গন্ধ হয়ে যায়,যে জন্য নবীজী সাঃ উনাকে সর্ণের নাক বাধার অনুমিত প্রদান করেন।অতঃপর তিনি সর্ণের নাক বেধে নেন।(সুনানে তিরমিযি-১৭৭০)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/466
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) এক বোনের প্রশ্ন ব্রেস্ট ছোট হওয়ার কারণে হাসবেন্ড পছন্দ করেনা, তাহলে ব্যয়াম বা ঔষধ সেবন করে বড় করা জায়েয হবে।
(২) শাশুড়িকে নিজের চোখে পরকীয়া করতে দেখলে, তার জন্য হেদায়তের দু'আ করা এবং এমন পরিবেশ তৈরী করা যাতে স্বামীও দেখে নেয়, এবং সে তার মায়ের সাথে এ বিষয়ে আলোচনা করে বিষয়টির সমাধানে পৌছে। নিজে স্বামীর কাছে বা অন্য কারো কাছে বলতে যাবেন না।
(৩) জর্দা খাওয়ার বিধান সম্পর্কে মতপার্থক্য রয়েছে। হানাফি ফুকাহাদের মতে একে মাকরুহ বলা যাবে।সুতরাং জর্দা খেতে খেতে আল্লাহর নাম নেয়া বা যিকির করাতে কোনো অসুবিধা হবে না।
(৪)
স্রষ্টা সশরীরে পৃথিবীর ঘরে ঘরে অবস্থান করেন না বলেই যেন তিনি( আল্লাহ) তাঁর প্রতিনিধি করে মাকে পাঠিয়েছেন।
এমনটা বলা সঠিক নয়। এটা আল্লাহর একত্ববাদের সাথে সাংঘর্ষিক।