আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

+1 vote
164 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (20 points)
১)অমুসলিম লেখকদের বই পড়া যাবে?যদি সেখানে ইসলাম বিদ্বেষী কিছু না থাকে কিন্তু অন্য ধর্মাবলম্বীদের জীবনযাত্রার কথা থাকে
২)মুসলিম লেখকদের সেসব বই কি পড়া যাবে যেগুলো ইসলামিক বই না?যেমন-উপন্যাস,গল্প ইত্যাদি
৩)অমুসলিম মহিলার সামনে মুসলিম নারীদের সতর কতটুক?
৪)অমুসলিম বৃদ্ধ পুরুষদের সামনে মুসলিম নারীদের সতর কতটুক?
৫)অমুসলিমদের অনুকরণ করলে (স্বেচ্ছায় বা অনিচ্ছায়) ইমান থাকবে কি?
৬)শিক্ষাক্ষেত্রে বা কর্মক্ষেত্রে অনেক সময় অমুসলিম শিক্ষক,সহপাঠী, সহকর্মী দের কাছে শিখতে হয়। এক্ষেত্রে কি তাদের অনুকরণ এর জন্য গুনাহ হবে?
৭)কোনো অমুসলিম থেকে কোনো খাবার তৈরি শিখলে যদি সেই খাবারে হারাম কিছু না দিয়ে বানানো হয় তাহলে কি অনুকরণ এর জন্য গুনাহ হবে? খাবারটি খেলে কি গুনাহ হবে?
৮)একই প্রশ্ন অন্য কোনো কিছু বানানোর ক্ষেত্রেও

1 Answer

0 votes
by (597,330 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) জরুরত হলে কেবল তখনই অমুসলিম লেখকদের বই পড়া যাবে। যদি সেখানে ইসলাম বিদ্বেষী কিছু না থাকে। অন্য ধর্মাবলম্বীদের জীবনযাত্রার কথা থাকলে পড়া যাবে। তবে অযথা পড়া যাবে না।

(২)
এমন গল্প, যেখানে সামাজিক চিত্র তুলে ধরা হয়েছে, সমাজের হতদরিদ্র মানুষের অবস্থা সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়েছে বা বিজ্ঞানের সম্ভাবনা তুলে ধরা হয়েছে বা বর্তমান প্রাণিজগৎ সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া আছে, তাহলে সেগুলো পড়লে মানুষের জ্ঞান সমৃদ্ধ হয় এবং মানুষের কাছে নিজের বক্তব্য তুলে ধরার ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এগুলো জ্ঞানের মাধ্যম হিসেবে কাজ করে। এ জন্য এ ক্ষেত্রে সেগুলো জায়েজ। কারণ, নিষিদ্ধ বা হারাম কাজ সেখানে নেই।
বিস্তারিত জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/8981


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
মুসলিম লেখকদের রচিত বই যেমন,উপন্যাস,গল্প ইত্যাদি। এগুলোতে হারাম  কোনো কিছু না থাকলে, সেই বই পড়া যাবে।

(৩)অমুসলিম মহিলার সামনে মুসলিম নারীদের সতর কতটুক? এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/2461

(৪)অমুসলিম বৃদ্ধ পুরুষদের সামনে মুসলিম নারীরা শরীরের সবকিছুই ঢেকে রাখবে।

(৫)অমুসলিমদের অনুকরণ করলে (স্বেচ্ছায় বা অনিচ্ছায়) ইমান চলে যাবে না। তবে গোনাহ হবে।

(৬)শিক্ষাক্ষেত্রে বা কর্মক্ষেত্রে অনেক সময় অমুসলিম শিক্ষক,সহপাঠী, সহকর্মীদের কাছে শিখতে হয়। এক্ষেত্রেও শুধুমাত্র শিখা যাবে তবে তাদের অনুকরণ জায়েয হবে না।করলে গোনাহ হবে।

(৭)কোনো অমুসলিম থেকে কোনো খাবার তৈরি শিখলে যদি সেই খাবারে হারাম কিছু না দিয়ে বানানো হয়, সেটা জায়েয।এটাকে অনুকরণ বলা যাবে না।

সাদৃশ্য গ্রহণ তিন ভাবে হতে পারে।
(১)ফিতরী তথা জন্মগত বিষয়ে সাদৃশ্য গ্রহণ। এটা হারাম হবে না।
(২)পদ্ধতির অনুসরণ।যেমন তারা যেভাবে খাবার গ্রহণ করে বা হাটাচলা করে,তাদের এগুলোর অনুসরণ।এগুলো হারাম হবে তখন,যদি পূর্ব থেকেই মুসলমানদের আলাদা কোনো পদ্ধতি থাকে।
(৩)কাফিরদের ধর্মীয় বিষয়ের অনুসরণ। এটা সর্বাবস্থায় হারাম।(ইমদাদুল আহকাম-১/২৮৫)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/11420


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (597,330 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...