আসসালামু আলাইকুম হুজুর,
আমি আপনার কাছে জানতে চাই,
একটু কষ্ট করে কথা গুলো পড়বেন।
আমি আগে স্ত্রীর সাথে WhatsApp/Messenger/Imo/Telegram এ ম্যসেজিং করতাম যখন একটু দুরে থাকতাম। ম্যসেজ লিখে ভালোমন্দ জিজ্ঞেস করতাম।এবং প্রায় সময়ই রাগ হয়ে ম্যসেজে স্ত্রীকে অনেক কথাই লিখতাম। তারপর একসাথে থাকার পর whatsapp তেমন ব্যবহার করতাম না। দুইজনই whatsapp এর ডাটা ডিলেট করে দিয়েছিলাম এবং সিম চেইঞ্জ করেছিলাম।তা অতীতে অনেক আগের কথা। তবে কয়েক মাস আগে ডিভোর্স এর মাসালা দেখে আমার মনে সন্দেহ জেগেছে যে যে স্ত্রীকে অতিতে রাগের মাথায় কিছু লিখেছিলাম নাকি। আপনাদের প্রশ্ন করেছিলাম,,,আপনারা বলেছেন যখন আমি আর স্ত্রীর কিছুই মনে নাই অতিতের কথা এবং WhatsApp/messenger এর ডাটা ডিলেট হয়ে গেছে তাই কোন সমস্যা হবে না নিশ্চিন্ত থাকতে বলেছেন।।
কিন্তু গতদিন ইউটিউব এ একটা ভিডিও দেখলাম যে WhatsApp এর ডিলেট হওয়া ম্যসেজ ফিরিয়ে আনা যায়। আমি তাই একটু চেষ্টা করছিলাম দুই তিনটা software দিয়ে যে ডাটা রিকোভার করা যায় নাকি,,কিন্তু ডাটা পাই নি। Google এ সার্চ দিলাম লেখা যে WhatsApp এর ডিলেট হওয়া ম্যসেজ ফিরে পাওয়ার সম্ভাবনা কম কারন তাদের ডাটা ইনক্রিপটেড তবে কিছু রিকোভার Software দিয়ে ডিলেট ডাটা রিকোভার হইতেও পারে।। তবে চেষ্টা করলে ডাটা ফিরে পাওয়া যাইতে পারে যার জন্য হয়তো টাকা খরচ করা লাগতে পারে আবার নাও খরচ লাগতে পারে। তবে Google এ দেখলাম আধুনিক Software দ্বারা ডিলেট ডাটা রিকোভার সম্ভব।
তারপর শয়তানের ওয়াসওয়াসাতে পড়ে আমি দুই তিনটা software দিয়া ট্রাই করতে গিয়েছিলাম কিন্তু ডাটা পাই নি। আরো ট্রাই করতে ছিলাম, তৎক্ষনাৎ মনে হলো হুজুর আপনারা পিছনের ম্যসেজ সার্চ করতে মানা করছিলেন এবং মন থেকে বাদ দিয়া দিতে বলেছিলেন।,তাই সাথে সাথে কম্পিউটারে যে কয়টা Software install করছিলাম ডাটা রিকোভার করার জন্য সব গুলা Uninstall করেছি।
তখন হঠাৎ মনে হলো যে, আমি শয়তানের ওয়াসওয়াস আর ধোকা তে পড়ে অতিতের WhatsApp এর ম্যসেজ কেনো রিকোভার করার চেষ্টা করতে গিয়েছি..!!!
লেখা তো কথার মতোই যা একবার অতিতে চলে গিয়েছে তাতো ফেরত আনা যায় না..!! আর যদি টেকনোলজির সাহায্যে লেখা যদি কখোনো ফেরত আসেও তা যে আমি লিখেছিলাম বা ওভাবেই লিখেছিলাম তার প্রমান কি। শয়তান তো অনেক কিছুই করতে পারে। যা আমার মনের অগোচরে হয়ে গেছে...!! এসব ভেবে আমি তারপর সিদ্ধান্ত নিছি যে আমি মোবাইলের কোন ডাটা রিকোভারি বা ঘাটাঘাটি বা সার্চ করে খুজে দেখবো না যা অতিতে চলে গিয়েছে তা ফেরত আনার চেষ্টা করা উচিত না শয়তান ওয়াসওয়াসা এবং বিভ্রান্তিতে ফেলবে।
তারপর কুরআনের আর হাদিসে কথা মনে পড়লো যে, হে আমাদের রব! যদি আমরা বিস্মৃত হই বা ভুলে যাই অথবা ভুল করি তবে আপনি আমাদেরকে পাকড়াও করবেন না। তাই অতিতের যেসব কথা ভুলে গেছি এর জন্য তো আল্লাহ ক্ষমা করবেন। এ সব ভেবে সিদ্ধান্ত নিছি যে whatsapp এ অতিতে যা হওয়ার হয়েছে তা একদম মাথা থেকে দুর করে দিবো আর ডাটা রিকোভার করা নিয়ে ঘাটাঘাটি করবোনা বা সার্চ করে দেখতে যাবোনা অতিতের যদি কোন ম্যসেজে কি লিখেছিলাম কোথাও যদি স্টোর বা Backup নিয়ে থাকে চোখে পড়লে সাথে সাথে ডিলেট করে দিবো। না হলে হুজুর আমাকে শয়তান আবার ওয়াসওয়াসা আর সন্দেহ এর ভিতর ফালাবে।
হুজুর আপনার কাছে পরামর্শ চাই,
আমার কি উচিত এসব অতিতের Whatsapp, Messenger এর ডাটা Software এর মাধ্যমে রিকোভার করার চেষ্টা না করে মন থেকে বাদ দিয়ে দিবো ??? বা ম্যসেজের এর backup কোথায় স্টোর হইছে বা ম্যসেজ সার্চ না করা???
যদি কখোনো ম্যসেজের রিকোভার বা backup File মোবাইলে বা চোখের সামনে পাই সাথে সাথে ডিলেট করে দিবো মনের ওয়াসওয়াসা আর সন্দেহ ভেবে???
অতীতের লেখা সন্দেহ আর ওয়াসওয়াস ভেবে মন থেকে বাদ দিয়ে দিবো??
এর জন্য কি আমার গুনাহ হবে??
এবং আমি কি মন থেকে সব বাদ দিয়ে ভালোভাবে সংসার করবো হুজুর...???