১. আমার মা সারাদিন ঘরের বাহিরে কাজ করে বেড়ায়। মূলত আমার আব্বুই আমার মা কে এসব কাজ করতে বাধ্য করে। আমার মায়ের প্রতি অতিরিক্ত কাজ চাপিয়ে দেয়। এতে মায়ের পর্দা লঙ্ঘন হয়। আমার মা চায় আমিও ঘরের বাহিরে কাজ করে তাকে সাহায্য করি। যতটুকু পর্দার ভিতর থেকে করা যায়, আমার সাধ্যমতো করি। কিন্ত বাহিরে পুরুষ মানুষ থাকায় মাঝেমধ্যে পর্দা লঙ্ঘন হয়েই যায়। সে জন্য চেষ্টা করি ঘরের কাজে তাকে সাহায্য করার।
কিন্ত আমার মা সব সময়ই আমাকে কথা শুনায় যে "আমার কাজে সাহায্য করিস না, বিয়ে করলে তো শ্বাশুড়ির কাজ ঠিকই করে দিবি। দেখিস তোর শ্বাশুড়ি তোকে অনেক কাজ করাবে। তোকে পান্তা ভাত খেতে দিবে" আরও নানান কথা যেগুলা একজন মানুষ তার জীবনে চায় না।
এখন আমার প্রশ্ন হচ্ছে, আমার মায়ের এসব কথায় কি আসলেই আমার জীবন এরকম হবে, যেমন টা আমার মা বলে?
আমি জানি না, আমার মা এসব মন থেকে বলে কিনা! মনে হয় মন থেকেই বলে কারন বার বার ই উচ্চারণ করে এসব কথা!
আমি ফুল পর্দা করি। পুরুষ মানুষের সান্নিধ্যে যাই না, তাই তাকে বাহিরের কাজে সাহায্য করা হয় না। কিন্ত ঘরের কাজে সাহায্য করি আমি। আমার পর্দা করাটা হয়তো তিনি পছন্দ করছেন না। আমার কি করা উচিত বলে আপনারা মনে করেন?
২. আমার বাবা দান সদকা করা একদমই পছন্দ করেন না। তিনি চান না, আমরাও কেউ দান সদকা করি। কিন্ত আমার মা, আমার আব্বুকে না জানিয়ে দান সদকা করেন। মাঝে মাঝে আমার আব্বু জেনে গেলে অনেক রাগ করেন, এবং বাসার সবার সাথে কথা বলা বন্ধ করে দেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমার আব্বুর অপছন্দ সত্ত্বেও আমার আম্মু যে দান সদকা করেন, এতে আমার মায়ের গুনাহ হবে কিনা বা আমার মায়ের কি করা উচিত?