ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ-
(০১)
হাদীস শরীফে এসেছেঃ-
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، حَدَّثَنَا سُفْيَانُ، - هُوَ الثَّوْرِيُّ - عَنْ مَنْصُورٍ، عَنْ مُجَاهِدٍ، عَنْ سُفْيَانَ بْنِ الْحَكَمِ الثَّقَفِيِّ، أَوِ الْحَكَمِ بْنِ سُفْيَانَ قَالَ كَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم إِذَا بَالَ يَتَوَضَّأُ وَيَنْتَضِحُ .
সুফিয়ান ইবনু হাকাম আস-সাক্বাফী অথবা হাকাম ইবনু সুফিয়ান আস-সাক্বাফী (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পেশাব করতেন, তখন অযু করে (লজ্জাস্থানে) পানি ছিটাতেন।
(নাসায়ী (অধ্যায়ঃ পবিত্রতা, অনুঃ পানি ছিটানো, হাঃ ১৩৫) ইবনু মাজাহ (অধ্যায়ঃ পবিত্রতা, অনুঃ উযুর পানি ছিটানো, হাঃ ৪৬১), আবু দাউদ ১৬৬. আহমাদ (৩/৪১০, ৪/১৭৯, ৫/৪০৮, ৪০৯),
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ ابْنِ أَبِي نَجِيحٍ، عَنْ مُجَاهِدٍ، عَنْ رَجُلٍ، مِنْ ثَقِيفٍ عَنْ أَبِيهِ، قَالَ رَأَيْتُ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم بَالَ ثُمَّ نَضَحَ فَرْجَهُ
সাক্বীফ গোত্রের জনৈক ব্যক্তি হতে তাঁর পিতার সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে পেশাব করে লজ্জাস্থানে পানি ছিটা দিতে দেখেছি।
(আবু দাউদ ১৬৭,নাসায়ী)
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
শরীরে যদি কোন অদৃশ্য নাপাকি লাগে(নাপাকির ছিটা, প্রস্রাব ইত্যাদি) তাহলে শুধু বেশি করে পানি ঢেলে দিলেই পবিত্র হয়ে যাবেন।
তবে অদৃশ্য নাপাকি লেগে যদি দীর্ঘক্ষন অপেক্ষার দরুন শুকিয়ে যায়,সেক্ষেত্রে ডলে ধৌত করবেন।
যাতে আপনি নিশ্চিত হোন যে নাপাকি চলে গিয়েছে।
(০২)
নিশ্চিত ভাবে নাপাকি লাগা বা নাপাকির চিন্হ/গন্ধ পাওয়ার পরেও এড়িয়ে যাওয়া যাবেনা।
নাপাকি লাগা সম্পর্কে নিশ্চিত না হলে বা নাপাকির চিন্হ/গন্ধ না পেলে সেক্ষেত্রে এড়িয়ে যাবেন,এক্ষেত্রে আল্লাহ ক্ষমা করবেন।
পরামর্শ থাকবে, কোনো কিছুতে নিশ্চিত ভাবে নাপাকি লাগা বা কোনো কিছুতে নাপাকির চিন্হ/গন্ধ পাওয়ার আগ পর্যন্ত সেটিকে পাক মানবে।
অহেতুক টেনশন মাথায় নিবেননা।
মহান আল্লাহ তায়ালা আপনার সহায় হোন,আমিন।