আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
230 views
in পবিত্রতা (Purity) by (10 points)
আসসালামুয়ালাইকুম,
১/ হুজুর, শরীরে যদি কোন অদৃশ্য নাপাকি লাগে(নাপাকির ছিটা, প্রস্রাব ইত্যাদি) তাহলে কি শুধু বেশি করে পানি ঢেলে দিলেই পবিত্র হয়ে যাব? নাকি হাতে ঢলাঢলি করতে হবে। কারন আমি এমনিতে পানি ঢেলে দিয়ে চলে আসি। আমি কি পবিত্র হচ্ছি?

২/ উল্লেখ্য আমি মারাত্বক ওয়াসওয়াসা রোগী। আমি যদি নাপাকি এড়িয়ে যায় এবং আসলেই সত্যি নাপাকি হয়ে থাকে তাহলে কি আল্লাহ ক্ষমা করব?
আমাকে কিছু টিপস দিন যাতে এটা থেকে বের হয়ে আসতে পারি।
by (10 points)
উপরে ১ নং প্রশ্নটা আরো ভালো করে বললাম, আমার গায়ে যদি প্রশ্রাব বা অদৃশ্য নাপাকি ধৌত করার ছিটা লাগে। এবং তা যদি শুকিয়ে যায় এবং অনেকক্ষণ পর যদি আমি সেখানে শুধু বেশি করে পানি ঢেলে দি তাহলে কি আমি পবিত্র হব? নাকি ডলাডলি করতেই হবে। আমি সাধারনত বেশি করেবপানি ঢেলে দি অথবা গোসল করে নি ঝর্নাই। আমি কি পবিত্র হয়েছি নাকি আমার শরীর নাপাক রয়ে গেছে?

1 Answer

+1 vote
by (583,020 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ- 


(০১)
হাদীস শরীফে এসেছেঃ- 

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، حَدَّثَنَا سُفْيَانُ، - هُوَ الثَّوْرِيُّ - عَنْ مَنْصُورٍ، عَنْ مُجَاهِدٍ، عَنْ سُفْيَانَ بْنِ الْحَكَمِ الثَّقَفِيِّ، أَوِ الْحَكَمِ بْنِ سُفْيَانَ قَالَ كَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم إِذَا بَالَ يَتَوَضَّأُ وَيَنْتَضِحُ .

সুফিয়ান ইবনু হাকাম আস-সাক্বাফী অথবা হাকাম ইবনু সুফিয়ান আস-সাক্বাফী (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পেশাব করতেন, তখন অযু করে (লজ্জাস্থানে) পানি ছিটাতেন।
(নাসায়ী (অধ্যায়ঃ পবিত্রতা, অনুঃ পানি ছিটানো, হাঃ ১৩৫) ইবনু মাজাহ (অধ্যায়ঃ পবিত্রতা, অনুঃ উযুর পানি ছিটানো, হাঃ ৪৬১), আবু দাউদ ১৬৬. আহমাদ (৩/৪১০, ৪/১৭৯, ৫/৪০৮, ৪০৯),

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ ابْنِ أَبِي نَجِيحٍ، عَنْ مُجَاهِدٍ، عَنْ رَجُلٍ، مِنْ ثَقِيفٍ عَنْ أَبِيهِ، قَالَ رَأَيْتُ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم بَالَ ثُمَّ نَضَحَ فَرْجَهُ

সাক্বীফ গোত্রের জনৈক ব্যক্তি হতে তাঁর পিতার সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে পেশাব করে লজ্জাস্থানে পানি ছিটা দিতে দেখেছি।
(আবু দাউদ ১৬৭,নাসায়ী)

★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
শরীরে যদি কোন অদৃশ্য নাপাকি লাগে(নাপাকির ছিটা, প্রস্রাব ইত্যাদি) তাহলে শুধু বেশি করে পানি ঢেলে দিলেই পবিত্র হয়ে যাবেন।

তবে অদৃশ্য নাপাকি লেগে যদি দীর্ঘক্ষন অপেক্ষার দরুন শুকিয়ে যায়,সেক্ষেত্রে ডলে ধৌত করবেন।
যাতে আপনি নিশ্চিত হোন যে নাপাকি চলে গিয়েছে। 

(০২)
নিশ্চিত ভাবে নাপাকি লাগা বা নাপাকির চিন্হ/গন্ধ পাওয়ার পরেও এড়িয়ে যাওয়া যাবেনা।

নাপাকি লাগা সম্পর্কে নিশ্চিত না হলে বা নাপাকির চিন্হ/গন্ধ না পেলে সেক্ষেত্রে এড়িয়ে যাবেন,এক্ষেত্রে আল্লাহ ক্ষমা করবেন। 

পরামর্শ থাকবে, কোনো কিছুতে নিশ্চিত ভাবে নাপাকি লাগা বা কোনো কিছুতে নাপাকির চিন্হ/গন্ধ পাওয়ার আগ পর্যন্ত সেটিকে পাক মানবে।
অহেতুক টেনশন মাথায় নিবেননা।

মহান আল্লাহ তায়ালা আপনার সহায় হোন,আমিন।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 207 views
...