প্রাপ্তবয়স্ক ছেলে এবং মেয়ে যদি দুইজন পুরুষ সাক্ষীর উপস্থিতিতে বিয়ে করতে চায়; সেক্ষেত্রে মেয়ে যদি প্রথমে বলে যে, আমি অমুকের মেয়ে অমুক আপনাকে বিয়ে করিতেছি। এরপর ছেলে কবুল করলাম বলে। এবং একিভাবে ছেলেও প্রস্তাব করে এবং মেয়ে কবুল করলাম বলে। (পরিবারের সম্মতি আছে)
প্রশ্ন হলোঃ
১. প্রথমে, মেয়ে ইজাব এবং ছেলে কবুল বলার সময় যদি কোন একজন সাক্ষী না শুনতে পায়; কিন্তু পরে ছেলে ইজাব এবং মেয়ে কবুল বলা উভয় সাক্ষী পুরোপুরি শুনতে পায়, তাহলে কি এই বিয়ে হয়ে যাবে?