আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ উস্তাদ।
উস্তাদ,,আমার স্বামী এমন একটা বিজনেসে আছেন যেটা থেকে গত ৫/৬ মাস যাবত এক টাকাও ইনকাম হয় নি। বিজনেস টা খুব সম্ভাবনাময়,,২/৩ বছর এমন কষ্ট করলে এটা থেকে খুবি ভালো ইনকামের সম্ভাবনা আছে,,,এমন আশায় আমার স্বামী অন্য কোনো চাকরি বা ব্যবসায় তেও ঢুকছেন না। এই ৫/৬ আমি এবং আমার স্বামীর ভরনপোষণ করছেন আমার আব্বা আম্মা। সম্প্রতি আমার একটা সরকারি চাকরি হয়। চাকরির ট্রেইনিং নিতে গিয়ে দেখি এটা সম্পূর্ণ ভাবে মাইক্রোক্রেডিট এর সাথে জড়িত। সেখানে আমার কাজ একাউন্টস অফিসার হিসেবে রিন দেওয়া, রিনের হিসাব রাখা,,,গ্রামের মহিলাদের ট্রেনিং এর ব্যবস্থা সংক্রান্ত টাকার হিসাব রাখা। যেহেতু রিন দেওয়া, রিনের হিসাব রাখা আছে,,,এর সব গুলার সাথে সুদ জড়িত৷ উস্তাদ,,, আমি মনে প্রানে চাকরি টাকে ঘৃনা করছি। কিন্তু এখন আমার এমনি অবস্থা চলছে,,, চাকরি টা না করলে আমাকে এবং আমার স্বামীকে জানি না আর কত দিন আব্বা আম্মার উপর থাকতে হবে,,,,। উস্তায,,,আরেকটা বিষয় জানিয়ে রাখা ভালো,,আমার স্বামীর বিজনেস টা এমন কখনো কখনো খুব ভালো ইনকাম হয়,,,আবার কখনো এমন যে ৫/৬ মাস চলে যায়,,কোনো ইনকাম হয় না। উস্তায,, গত পরশু রাতে স্বপ্ন দেখেছি আমার বিছানায় একটা কুচকুচে কালো সাপ। এই সমস্ত কিছুর পর মানসিক ভাবে অত্যন্ত বিপর্যস্ত। উস্তায,,আরেকটা সরকারি চাকরি পাওয়ার আগ পর্যন্ত আমার জন্য এই চাকরিটা চালিয়ে যাওয়ার রুখসত কি আছে? নাকি আমার উচিত চাকরিটা এখন ই ছেড়ে দেয়া? আমি যদি ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নেই,,তা নিতে হবে পরিবারের প্রত্যেক টা মানুষের বিরুদ্ধে গিয়ে।
জাযাকাল্লাহ খইর