আসসালমুআলাইকুম হুজুর,
১. হুজুর আমি আজ ঘুম থেকে উঠে হাই উটছিল মুখ দিয়ে আর তখন ফোন করছিলাম। দিয়ে মনে মনে এমন হলো ফোন না ধরলে তালাক, এই রকম মনে মনে হলো আর তখন হাই উটছিল। দিয়ে ভয় হচ্ছিল উচ্চরণ হয়ে গেলো নাকি, দিয়ে আমি জিহ্ববা নড়িয়ে ভয় এ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম। পড়ছিলাম দিয়ে মনে হলো আমি কি উচ্চরণ করলাম কোনো সর্ত এই রকম মনে হলো । হুজুর আমি কিন্তু কোনো স্পষ্ট ভাবে সর্ত মুখে উচ্চরণ করিনি। হুজুর হাই উট ছিল তাই ওই রকম মনে হয়েছে । আমি ১০০% সিউর না যে উচ্চরণ হয়েছে কিনা। । হুজুর এর জন্য কি তালাক হবে? বা পরে যদি ফোন করি যদি ফোন না ধরে তাহলে কি তালাক হবে?
২. আমার ইনকাম বলে কিছু নেই, এই বিষয় নিয়ে আমার স্ত্রী খুব ডিপ্রেসন করছে। দিয়ে আমার স্ত্রী আমাকে বলছে আমাকে তুমি এই সব চিন্তা থেকে মুক্তি দাও তাই বলছে, দিয়ে আমার ভয় , হয়ে জাই দিয়ে স্ত্রী কে জিজ্ঞাসা করলাম , কি হেসেবে এই কথা বললে সে বললো নরমালি বলেছি, আর বললো আমি খুব চিন্তায় আছি চিন্তা থেকে মুক্ত হওয়ার কথা বলেছি। হুজুর এই সব কথার জন্য কি কোনো তালাক হবে?